স্বামীদের থেকেও বেশি ইনকাম এই অভিনেত্রীদের

অভিনেত্রীদের ইনকাম

বিনোদন ডেস্ক : যুগ যুগ ধরে চলে আসা পিতৃতান্ত্রিক সমাজের বদ্ধ চিন্তাভাবনা থেকে মানুষ নিজেদের মুক্ত করেছে অনেকটাই। শিক্ষাব্যবস্থা, কর্মজীবন প্রভৃতি ক্ষেত্রে মহিলারাও এখন যথেষ্ট এগিয়ে। অনেক ক্ষেত্রের মতো বলিউডেও যার নিদর্শন রয়েছে। সাম্প্রতিক একটি হিসাব বলছে, বলিউডের অনেক অভিনেত্রী তাঁদের স্বামীর থেকে বেশি উপার্জন করেন।

অভিনেত্রীদের ইনকাম

সমাজের অনেক পেশায় যদিও এখনও পারিশ্রমিকের নিরিখে পুরুষ ও মহিলাদের মধ্যে একটি বিভাজন রেখা লক্ষ করা যায়। পুরুষকর্মীরা মহিলাকর্মীদের তুলনায় সাধারণত বেশি পারিশ্রমিক পেয়ে থাকেন। তবে, সেই বিষয়টি অনেকাংশেই গুলিয়ে যায় বলিপাড়ায়।

এ নিয়ে বি-টাউনেও বিতর্ক শুরু হয়েছিল অতীতে। অভিনেতারা বরাবর অভিনেত্রীদের চেয়ে বেশি উপার্জন করে থাকেন। কিন্তু এর ব্যতিক্রমও রয়েছে। বলিউডে এমন বহু তারকা জুটি রয়েছে, যাঁরা অভিনয় জগতের সঙ্গে যুক্ত। তবে সিনেমা জগতে খ্যাতি অভিনেত্রীদেরই বেশি।

এমনকি, উপার্জনের দিক থেকেও এগিয়ে রয়েছেন তাঁরা। এই তালিকার শীর্ষে আছেন রাইসুন্দরী। জুনিয়র বচ্চন এক সময় চুটিয়ে অভিনয় করলেও ইনডাস্ট্রিতে ঐশ্বর্যার চাহিদাই বেশি। শুধু বলিউডে নয়, হলিউডেও অভিনয় করেছেন বচ্চন- পুত্রবধূ।

অমিতাভের সঙ্গে এমনিতেই তাঁর তুলনা করা হয়। পাপারাৎজিদের মতে, ঐশ্বর্যাকে বিয়ে করার পর অভিষেক আর নিজের কেরিয়ার নিয়ে চিন্তিত নন। বাবা আর স্ত্রী-দু’জনের উপার্জনেই দিন কাটাবেন তিনি, এমন মন্তব্যও শুনতে হয়েছে অভিষেককে।

কিন্তু এই বিষয়ে বিন্দুমাত্র বিচলিত নন তিনি। বরং ঐশ্বর্যার সাফল্যে তিনি অত্যন্ত গর্ব বোধ করেন। দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ ২০১৮ সাল‌ে গাঁটছড়া বাঁধেন। দীপিকা অভিনয় জগতে পা রাখার আরও তিন বছর পর রণবীরের প্রথম সিনেমা মুক্তি পায়।

এই জুটিকে একসঙ্গে বহু সিনেমাতে অভিনয় করতে দেখা গেলেও রণবীরের চেয়ে তাঁর স্ত্রী পারিশ্রমিক বেশি পান। রণবীর তাঁর নিজের সাফল্যের জন্যেও দীপিকাকে কৃতজ্ঞতা জানান। এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছেন, রণবীর তাঁর থেকে কম উপার্জন করেন, কিন্তু এই নিয়ে লজ্জিত বোধ করেন না রণবীর। বরং দীপিকা যাতে আরও মন দিয়ে কাজ করতে পারেন, তার জন্য উপদেশ দেন।

সম্প্রতি রণলিয়া তাঁদের জীবনের এক নতুন অধ্যায় শুরু করেছেন এবং এই জুটি অভিনীত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। পরিবার সূত্রে, ইন্ডাস্ট্রির সঙ্গে রণবীর-আলিয়ার পরিচয় বহু দিনের। রণবীরকে প্রথম ২০০৭-এ ‘সাওয়ারিয়া’ ছবিতে অভিনয় করতে দেখা গেলেও আলিয়ার প্রথম ছবি মুক্তি পায় ২০১২ সালে।

এক দিকে যেমন রণবীরকে খুব কম সিনেমায় অভিনয় করতে দেখা যাচ্ছে, অন্য দিকে আলিয়া একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন দর্শকদের। অভিনয় জগতে রণবীরের পরে যাত্রা শুরু করেও বর্তমানে আলিয়ার উপার্জনই বেশি।

সইফ-করিনাকেও এই তালিকা থেকে বাদ দেওয়া যায় না। এই মুহূর্তে করিনা বি-টাউনের অধিক পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের মধ্যে এক জন। ছবি পিছু প্রায় ১১ থেকে ১২ কোটি টাকা উপার্জন করেন তিনি, যেখানে সইফের উপার্জন ছবি প্রতি ১০ কোটি টাকা।

বক্স অফিসে মুখোমুখি আমির ও অক্ষয়

করিনা তাঁর চেয়ে বেশি উপার্জন করেন বলে হিংসা বোধ করেন না। বরং করিনাই যে অধিকাংশ ক্ষেত্রে সংসারের খরচ বহন করেন, তা নিয়ে গর্ব হয় সইফের, এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছিলেন তিনি।