স্পোর্টস ডেস্ক : ভারতীয় পেসার মহম্মদ শামি-কে প্রতি মাসে ৪ লক্ষ টাকা খোরপোশ দিতে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সোমবার (১ জুলাই) বিচারপতি অজয় মুখোপাধ্যায় এই নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, এর মধ্যে দেড় লক্ষ টাকা স্ত্রী হাসিন জাহান-এর জন্য এবং আড়াই লক্ষ টাকা কন্যা সন্তানের খরচ বাবদ দিতে হবে।
২০১৮ সালে হাসিন জাহান আদালতে খোরপোশ বাবদ মোট ৭ লক্ষ টাকা এবং মেয়ের পড়াশোনার খরচ বাবদ আরও ৩ লক্ষ টাকা দাবি করেছিলেন। তবে দীর্ঘ আইনি লড়াই শেষে শেষ পর্যন্ত ৪ লক্ষ টাকার খোরপোশ পেলেন তিনি।
আদালতের রায় এবং হাসিনের প্রতিক্রিয়া
রায়ের পর সংবাদ সংস্থা এএনআই-কে হাসিন জাহান বলেন,
“বিয়ের আগে আমি মডেলিং করতাম। নিজের খরচ নিজেই চালাতে পারতাম। কিন্তু শামি আমাকে কাজ করতে দেয়নি। গৃহবধূ হয়ে থাকতে বাধ্য করেছিল। তখন ওকে ভালোবাসতাম বলে মেনে নিয়েছি। কিন্তু এখন আমার উপার্জন নেই। আমাদের সব খরচ ওকেই বহন করতে হবে।”
তিনি আরও বলেন,
“শামি দায়িত্ব নিতে অস্বীকার করায় বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ, দেশে এখনও আইন আছে যা ন্যায়ের পথ দেখায়।”
আইনি লড়াইয়ের দীর্ঘ পথ
হাসিনের আইনজীবী ইমতিয়াজ আহমেদ জানান,
“২০১৮ থেকে ২০২৪—এই ছয় বছর ধরে খোরপোশের জন্য লড়াই করেছেন হাসিন। আজকের এই রায় তাঁর জন্য অনেক বড় জয়।”
এর আগে আলিপুর আদালত মহম্মদ শামিকে স্ত্রী ও সন্তানের জন্য মাসিক ৮০ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয়। পরবর্তীতে জেলা জজ সেই অঙ্ক সংশোধন করে স্ত্রীকে ৫০ হাজার ও সন্তানকে ৮০ হাজার টাকা মাসিক খোরপোশ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে তা যথেষ্ট না হওয়ায় হাসিন হাই কোর্টে আপিল করেন এবং অবশেষে নতুন রায় অনুযায়ী ৪ লক্ষ টাকা খোরপোশ আদায় করতে পারবেন তিনি।
ভারতের জনপ্রিয় ক্রিকেটার মহম্মদ শামির ব্যক্তিগত জীবনের এই অধ্যায় ফের সামনে আনল অনেক না বলা কথা। হাসিন জাহানের বক্তব্য এবং আদালতের রায় ঘিরে নতুন করে আলোচনায় উঠে এল এই প্রাক্তন দম্পতির টানাপোড়েন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।