জুমবাংলা ডেস্ক : বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে মো. জসিম খান (৩০) নামের এক যুবক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানসহ ৪৮ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে ১৫০-২০০ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে রাখা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) রাতে ভুক্তভোগী নিজে বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। তিনি বলেন, মামলাটি রুজু হয়েছে।
মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছে, শামীম ওসমানপুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগ নেতা শাহ নিজাম (৫৬), সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান (৭৮), সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া (৬২), থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি (৫৫), (নাসিক) ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহজালাল বাদল (৪২), ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নূর উদ্দিন মিয়া (৫৫)সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের থানা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গেলো ২০ জুলাই বিকেল সাড়ে ৫ টায় সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোডস্থ বিদ্যুৎ অফিস সংলগ্নের সামনের সড়কে ভুক্তভোগী জসিম খানসহ আন্দোলনরত ছাত্র-জনতা অবস্থান করাকালীন সময়ে উক্ত মামলার প্রধান আসামি শামীম ওসমান ও আরেক আসামি শাহ নিজামের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে ভুক্তভোগী বাম হাতে গুলিবিদ্ধ হন। পরে তিনি রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। এরপর খানপুর হাসপাতালে কর্তৃপক্ষের পরামর্শে ঢাকার পঙ্গু হাসপাতালে তার পরিবার তাকে ভর্তি করান।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.