বিনোদন ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন বিখ্যাত পপ ব্যান্ড বিটিএসের গায়ক কিম সকজিন ওরফে জিন। প্রশিক্ষণ শেষে তাকে ‘পদোন্নতি’ দেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে ইতোমধ্যে টুইটারে বিটিএস ফ্যানরা জিনকে শুভেচ্ছাবার্তা দিচ্ছেন। একজন লিখেছেন, আজ জিন প্রাইভেট ফার্স্ট ক্লাসে উন্নীত হয়েছেন। অভিনন্দন জিন। আমরা তোমাকে ভালোবাসি।
এর আগে, গত বছরের ডিসেম্বরে সামরিক বাহিনীতে যোগ দেওয়ার পর উত্তর কোরিয়ার সীমান্তের কাছে একটি বুটক্যাম্পে পাঁচ সপ্তাহের জন্য প্রশিক্ষণ শুরু করেন জিন। যেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে অস্ত্র ও গোলাবারুদ পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হয়। সে সময় জানা গিয়েছিল, প্রশিক্ষণ শেষে জিনকে সম্মুখযুদ্ধের একটি ইউনিটে নিয়োগ দেওয়া হবে।
জানা গেছে, বর্তমানে একজন সক্রিয় কর্তব্যরত সৈনিক হিসেবে উত্তর গেয়ংগি প্রদেশের ইয়েনচিওন সেনা ঘাঁটি ডিভিশন রিক্রুট ট্রেনিং সেন্টারে দায়িত্ব পালন করছেন জিন। নিজের দায়িত্ব পালন শেষে বিটিএসের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই দলে ফিরবেন তিনি।
ভারতী ঝাঁ এর খোলামেলা দৃশ্যে ভরপুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
প্রসঙ্গত, বিটিএসের সবচেয়ে পুরনো সদস্য জিন। এই ব্যান্ডের বাকি সদস্যরাও পর্যায়ক্রমে সেনাবাহিনীতে যোগদান করবেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।