ইউক্রেনের প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থায় বড় রদবদল করলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহযোগী আন্দ্রি ইয়ারমাকের সরিয়ে তিনি দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা জিইউআরের প্রধান কিরিলো বুদানভকে নতুন চিফ অফ স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন।

শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন জেলেনস্কি। তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে ইউক্রেনের জন্য নিরাপত্তা ইস্যু এবং প্রতিরক্ষা বাহিনীর উন্নয়ন সবচেয়ে বেশি জরুরি।
এই লক্ষ্য পূরণে এবং কূটনৈতিক আলোচনার পথ প্রশস্ত করতে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা ও কর্মদক্ষতা অত্যন্ত কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
৩৯ বছর বয়সী বুদানভ ২০২০ সাল থেকে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিয়ে আসছেন। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে একাধিক দুঃসাহসিক অভিযান পরিচালনার কৃতিত্ব দেওয়া হয় তাকে।
নতুন এই দায়িত্ব পাওয়ার পর এক টেলিগ্রাম বার্তায় বুদানভ জানান, দেশের এই ঐতিহাসিক সময়ে কৌশলগত নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করার সুযোগ পাওয়া তার জন্য বড় সম্মান ও দায়িত্বের বিষয়। ইতিমধ্যেই তাকে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্টে জেলেনস্কির উপদেষ্টা দিমিত্র লিটভিন।
সূত্র: আল জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


