Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home সামরিক শক্তি প্রদর্শনে প্রস্তুত ভারত ও পাকিস্তান
    আন্তর্জাতিক ওপার বাংলা

    সামরিক শক্তি প্রদর্শনে প্রস্তুত ভারত ও পাকিস্তান

    April 26, 20254 Mins Read

    আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত-পাকিস্তান সম্পর্ক আরও একবার উত্তপ্ত। এরপর ভারত হঠাৎ করেই পাকিস্তানের সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। আর এতেই তেলে-বেগুনে জ্বলে উঠল ইসলামাবাদ। এই পদক্ষেপকে যুদ্ধের সমান হুমকি হিসেবে দেখছে দেশটি। এমনকি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান। ইতিমধ্যে করাচি উপকূলের কাছে এ নিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে দেশটি। অপরদিকে, পাল্টা প্রস্তুতির অংশ হিসেবে ভারতও সামরিক তৎপরতা জোরদার করেছে।

    India Pak

    বৃহস্পতিবার মিসাইল ধ্বংসের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। নিজেদের প্রযুক্তিতে তৈরি আইএনএস সুরাত থেকে এক নিম্ন-উড্ডয়ন মিসাইল সফলভাবে ধ্বংস করা হয়। ভারতীয় নৌবাহিনী জানায়, এতে তাদের প্রতিরক্ষা সক্ষমতায় নতুন মাত্রা যোগ হয়েছে।

    উভয় দেশ পাল্টাপাল্টি পদক্ষেপ গ্রহণ করেছে, এর মধ্যে ভারতের একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত অন্যতম। এই পরিস্থিতিতে পাকিস্তান পূর্ণ শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, পানির অধিকার রক্ষায় পাকিস্তান পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। গতকাল পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর ভারত সিন্ধু পানিচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেয়। ভারতের এই পদক্ষেপের ফলে ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা তীব্র হয়েছে।

    হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় অংশ নেওয়া পাঁচজন জঙ্গিকে শনাক্ত করেছে তদন্তকারীরা। এদের মধ্যে তিনজন পাকিস্তানি এবং দুজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। পেহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত জঙ্গিদের নাম ও স্কেচ (হাতে আঁকা ছবি) বৃহস্পতিবার প্রকাশ করেছে জম্মু ও কাশ্মীর পুলিশ। ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। তাদের অধিকাংশই ভারতীয় পর্যটক এবং একজন নেপালি নাগরিক। হামলার দায় স্বীকার করেছে ‘রেজিস্ট্যান্স ফ্রন্ট’, যা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সম্পর্কিত।

    এদিকে পাল্টাপাল্টি এই সামরিক প্রস্তুতির মধ্যে ভাষার লড়াইও থেমে নেই। ভারতের সিদ্ধান্তকে ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, আমরা ভারতকে যোগ্য জবাব দেব। এই জবাব কম হবে না। সাম্প্রতিক উত্তেজনায় দু’দেশের কূটনৈতিক সম্পর্ক ইতিমধ্যে হিমশীতল হয়ে পড়েছে। একে অপরের কূটনীতিক বহিষ্কার করেছে দুই দেশ। বন্ধ হয়েছে আকাশসীমাও। এখন সামরিক শক্তি প্রদর্শনের পালা শুরু হয়েছে সমুদ্র ও আকাশপথে।

    চলমান পরিস্থিতিতে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানের সঙ্গে নয়াদিল্লির উত্তেজনা নতুন মোড় নিয়েছে। এ হামলায় পাকিস্তানের মদদ আছে বলে অভিযোগ তুলেছে ভারত। যদিও তা ভিত্তিহীন বলে জানিয়েছে ইসলামাবাদ। দুই দেশের বিরোধ এখন চরমে রূপ নিয়েছে।

    দুই দেশকে বার্তা দিয়েছে জাতিসংঘ। গতকাল শুক্রবার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনাকর পরিস্থিতিতে জাতিসংঘ দুই পারমাণবিক শক্তিধর দেশকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, আমরা উভয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এবং পরিস্থিতির অবনতি যেন আর না ঘটে তা নিশ্চিত করে। তিনি বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যকার যেকোনো বিষয় শান্তিপূর্ণ এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান হওয়া উচিত।

    অন্যদিকে অভিযুক্ত দুজনের বাড়ি বিস্ফোরণে ধ্বংস হয়ে গেছে। বৃহস্পতিবার অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে কাশ্মীরে এক বিস্ফোরণে লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর দুই সন্ত্রাসী আদিল হুসেন থোকার এবং আসিফ শেখের বাড়ি ধ্বংস হয়ে গেছে। তারা পেহেলগাম হামলায় জড়িত। তারা জানান, ওই দুজনের বাড়ির ভেতরে রাখা বিস্ফোরকে বাড়িগুলো ধ্বংস হয়। এতে কেউ হতাহত হয়েছেন কি না তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আদিল হুসেন থোকার পেহেলগাম হত্যাকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত। আসিফ শেখও হামলার ষড়যন্ত্রে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

    জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারত ও পাকিস্তানের সেনা সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন বলছে, পাকিস্তানি সেনারা ভারতীয় বাহিনীর নিরাপত্তা চৌকিতে গুলি ছোড়ার পর ভারতের সেনাবাহিনী এর জবাব দিয়েছে। সামরিক সূত্র এনডিটিভিকে এ তথ্য জানিয়েছে। ভারতের নিরাপত্তা বাহিনী পাকিস্তান সেনাবাহিনীকে ‘কার্যকরভাবে জবাব দিয়েছে’ জানিয়ে এনডিটিভি লিখেছে, এতে কেউ হতাহত হয়নি। সূত্র জানিয়েছে, পাকিস্তানের বাহিনী নিয়ন্ত্রণরেখা বরাবর কিছু জায়গায় ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়ে।

    নজর কেড়েছিলেন মন্দাকিনী, রাজ কাপুরের পরিচালনায় ছিল বিশেষ যে স্মৃতি!

    কাশ্মীরের বান্দিপোরায় নিরাপত্তা বাহিনীর চালানো এক বিশেষ অভিযানে নিহত হয়েছে লস্কর-ই-তৈয়বার শীর্ষ কমান্ডার আলতাফ লাল্লি। সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের দীর্ঘদিনের প্রচেষ্টায় এই ঘটনাকে একটি বড় সাফল্য হিসেবে দেখছেন নিরাপত্তা বিশ্লেষকরা। একই সঙ্গে, সম্প্রতি পেহেলগামে পর্যটকদের ওপর চালানো বর্বরোচিত হামলার পর এ হত্যাকাণ্ড সন্ত্রাসবিরোধী অভিযানে নতুন মাত্রা যোগ করেছে।

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘ও আন্তর্জাতিক ওপার পাকিস্তান প্রদর্শনে প্রস্তুত বাংলা ভারত ভারত ও পাকিস্তান শক্তি সামরিক
    Related Posts
    কিরানা হিলসে তেজস্ক্রিয়তা ছড়ানোর অভিযোগ, ভারতীয় গণমাধ্যমের তথ্য প্রকাশ

    কিরানা পাহাড়ে তেজস্ক্রিয়তা: ইতিহাসের নতুন আবিষ্কার বা আতঙ্ক?

    May 15, 2025
    Pakistan

    শত চেষ্টা করেও ভারত কেন পাকিস্তানে আইএমএফ’র ঋণ আটকাতে ব্যর্থ

    May 15, 2025
    পাকিস্তানে রাজনৈতিক

    পাকিস্তানে রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত, আলোচনায় ইমরান-শাহবাজ

    May 15, 2025
    সর্বশেষ সংবাদ
    তথ্য উপদেষ্টার
    তথ্য উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
    ছারপোকা
    ঘর থেকে ছারপোকা ২টি উপায়ে দূর করুন
    স্বাস্থ্য-উপদেষ্টার
    স্বাস্থ্য উপদেষ্টার সাবেক পিও ফারাবির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
    এনসিপির সাবেক নেতা তানভীরের
    এনসিপির সাবেক নেতা তানভীরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
    Web Series
    সীমাহীন জনপ্রিয়তা অর্জন করলো এই ওয়েব সিরিজ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস!
    এপিএস-মোয়াজ্জেমের
    এপিএস মোয়াজ্জেমের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
    Malyasia
    মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে বিশাল সুখবর
    সজনে পাতা
    সজনে পাতার উপকারিতা ও খাওয়ার নিয়ম
    hot-web-series-
    নেট দুনিয়া কাঁপাচ্ছে নতুন ওয়েব সিরিজ, রোমান্টিক থ্রিলার নিয়ে বড় চমক!
    অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান
    দেশের ছেলেরা অনেক ভালো, শেখদের সাথে প্রেম করার কিছু নাই : প্রিয়াঙ্কা জামান
    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.