আন্তর্জাতিক ডেস্ক: ৩০ বছরেরও বেশি সময় ধরে সৌদি আরবের একটি রেস্তোরাঁর টয়লেটে সমুচা এবং অন্যান্য স্ন্যাকস তৈরি হচ্ছিল। এ ঘটনায় ওই রেস্তোরাঁটি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় মিডিয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
প্রতিবেদনে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে জেদ্দা পৌর এলাকার একটি আবাসিক ভবনে ৩০ বছরেরও বেশি সময় ধরে চালু থাকা ওই রেস্টুরেন্টে অভিযান চালায় জেদ্দার পৌর কর্তৃপক্ষ। এ সময় দেখা যায়, সব কর্মীদের স্বাস্থ্য কার্ড নেই এবং তারা আবাসিক আইন লঙ্ঘন করেছে।
ওকাজ পত্রিকার খবরে বলা হয়েছে, রেস্তোরাঁটি তাদের ওয়াশরুমে স্ন্যাকস ও অন্যান্য খাবার তৈরি করতো। তারা মাংস, মুরগি এবং পনিরের মতো সামগ্রী ব্যবহার করেছে, যার মধ্যে কিছু কিছু আইটেম দুই বছরেরও বেশি সময় আগে মেয়াদোত্তীর্ণ হয়েছে। রেস্টুরেন্টটিতে পোকামাকড় ও ইঁদুরের উপদ্রবও দেখা গেছে।
এর আগে এ বছরের জানুয়ারিতে জেদ্দার একটি বিখ্যাত শর্মা রেস্তোরাঁয় ইঁদুরের মাংস খাওয়ার ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সেটি বন্ধ করে দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।