বিনোদন ডেস্ক : ৩ জুন মুক্তি পেয়েছে অক্ষয়কুমার ও মানুষী চিল্লার অভিনীত ফিল্ম ‘সম্রাট পৃথ্বীরাজ’। এই বিগ বাজেট ফিল্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোনু সুদ ও সঞ্জয় দত্ত। উইকেন্ডে উনচল্লিশ কোটি টাকা আয় করার পর আপাতত অঙ্কের পরিমাণ তিপ্পান্ন শতাংশ পড়ে গেছে।
কারণ ‘সম্রাট পৃথ্বীরাজ’ ইতিহাস বদলে দেওয়া ফিল্ম। তবে সিনেমার অতিরঞ্জিত বিষয়গুলি ভুল ইতিহাস তুলে ধরেছে এমনটা বললে কিছু ভুল বলা হবে না। কারণগুলি জেনে রাখুন।
প্রথমতঃ মহম্মদ ঘোরী ও পৃথ্বীরাজের সংঘর্ষ দেখে মনে হতে পারে রোম সাম্রাজ্যের কোনো ঘটনা দেখানো হচ্ছে। তৎকালীন সময় মহম্মদ ঘোরীর কলোসিউম মার্কা অ্যাম্ফিথিয়েটারে পৃথ্বীরাজকে বেঁধে রাখার ঘটনা দেখানো হয়েছে যাতে বাঁধন অত্যন্ত আলগা। এরপর সেই অ্যাম্ফিথিয়েটারে অন্ধ পৃথ্বীরাজকে মোকাবিলা করতে দেখা যাচ্ছে দুটি সিংহের সাথে। ওই দৃশ্যে দুইজন সৈন্যকে দেখা গিয়েছিল দুটি সিংহের পিছনে। এটি ছিল ক্লোজ শট। লং শটে গায়েব হয়ে গেল সৈনিকরা। বোধহয় গ্ল্যাডিয়েটর দেখে পালিয়েছে।
একসঙ্গে বিষ পান করে প্রাণ দেয়ার সিদ্ধান্ত, প্রেমিকা খাবার পর পালালো প্রেমিক
সেইসময় পৃথ্বীরাজের প্রাসাদের স্থাপত্য দেখে বোঝাই যাচ্ছে, মোগল সম্রাট আকবর তাঁকে এটি বানিয়ে উপহার দিয়েছিলেন। সেই প্রাসাদে আনন্দে গুজরাটের লোকনৃত্য গরবা নাচেন রাজস্থানের চৌহান বংশের বধূ ও মহারানী সংযুক্তা। সংযুক্তার মা বোধহয় গুজরাটি ছিলেন। তাই মায়ের কাছ থেকে তিনি গরবা শিখেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।