বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং গতমাসে জানিয়েছিল, এম সিরিজের ২টি ফাইভজি ফোন বাজারে নিয়ে আসছে। ফোনগুলোকে কি ফিচার থাকছে তা জানা সম্ভব হয়নি। এবার প্রকাশ্যে এলো, স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি ফোনে কী কী ফিচার দিচ্ছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং।
স্যামসাং গ্যালাক্সি এম৫৩ ৫জি ফোনের ব্যাক প্যানেলে স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি-এর মতো একইরকম বর্গাকার ক্যামেরা আইল্যান্ড এবং কোয়াড-ক্যামেরা ব্যবহার করা হয়েছে। পাশাপাশি থাকছে ৬.৭ ইঞ্চির ফুলএইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে।
২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি দেওয়া হবে ফোনটিতে। তবে শোনা যাচ্ছে স্যামসাং এই ডিভাইসটির রিটেইল বক্সে কোনও চার্জার অন্তর্ভুক্ত করবে না। চার্জার ছাড়া সম্ভবত এটাই স্যামসাংয়ের প্রথম ফোন।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০ প্রসেসর চালিত ফোনে থাকছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
ক্যামেরায় থাকছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো স্ন্যাপার এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। ফোনের সামনে পাঞ্চ-হোলের ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।