বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : Samsung ভারতে (India) তাদের নতুন স্মার্টফোন (Smartphone) লঞ্চ করতে চলেছে। কোম্পানির এই নতুন হ্যান্ডসেটের নাম Samsung Galaxy F15 5G। ব্যবহারকারীরা এই ফোনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আনুষ্ঠানিকভাবে এই ফোন টিজার লঞ্চ করে ব্যবহারকারীদের উত্তেজনা বাড়িয়েছে সংস্থাটি। টিজার থেকে জানা যাচ্ছে যে কোম্পানি এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিতে চলেছে। ক্যামেরা সেটআপের ডিজাইন অন্যান্য ডিভাইসের মতোই।
টিপস্টার মুকুল শর্মা পোস্ট করে ফোনের রিয়াল কাইফ ছবি শেয়ার করেছেন। এই অনুসারে, ফোনটি তিনটি রঙের বিকল্পে আসবে – কালো, গোলাপী এবং গ্রেডিয়েন্ট ফিনিশ। এছাড়াও, টিপস্টার জানিয়েছে যে ফোনটিতে একটি 6000mAh ব্যাটারি থাকবে। কোম্পানি এই ফোনে 4th জেনারেশন আপডেট দিতে চলেছে। ফোনটির দাম সম্পর্কে বলা হচ্ছে এটি ১৫ হাজার টাকার কম হতে পারে।
সম্প্রতি, এই ফোনটি বেঞ্চমার্কিং প্ল্যাটফর্ম গিকবেঞ্চে দেখা গেছে। এই তালিকা অনুযায়ী কোম্পানি এই ফোনে 4 GB RAM দিতে চলেছে। প্রসেসর হিসেবে আপনি এই ফোনে MediaTek Dimension 6100+ চিপসেট দেখতে পাবেন। ফোনটি Android 14-এর উপর ভিত্তি করে Samsung এর সর্বশেষ OneUI-তে কাজ করবে।
কোম্পানি এই ফোনে Galaxy A15 5G এর মত ফিচার অফার করতে পারে। এই ফোনে একটি 6.5 ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে 90Hz এর রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে।
এর সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেল। 8 GB RAM এবং 256 GB intsrnsl স্টোরেজ সহ এই ফোনটি ডাইমেনশন 6100+ প্রসেসর দিয়ে সজ্জিত। এর ব্যাটারি 5000mAh, যা 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে এই ফোন ঠিক কবে লঞ্চ করবে সেটা কোম্পানি এখনও জানায়নি। এছাড়াও লঞ্চ হওয়ার পরেই বিস্তারিত জানা যাবে নতুন এই স্মার্টফোনে আর কি কি ফিচার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।