বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং মোবাইল চলতি মাসে বেশ কয়েকটি ফোন লঞ্চ করতে চলেছে। তার মধ্যে একটি হল Samsung Galaxy A13 5G। এটি একটি মিড বাজেটের ফোন হতে চলেছে। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে প্রায় সব রকম সুযোগ সুবিধা। চলতি মাসেই লঞ্চ করা হবে ফোনটির। চলুন দেখে নেওয়া যাক এই ফোনটির স্পেসিফিকেশন।
Samsung Galaxy A13 5G মোবাইলটিতে দেওয়া হয়েছে ৬.৫ ইঞ্চি বিশিষ্ট আই পি এস এল সি ডি ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ৭২০X১৬০০ পিক্সেল। এই ফোনটির সাথে দেওয়া হয়েছে ৯০ হার্জ এর ডিসপ্লে রিফ্রেশ রেট।
এই মোবাইলটির ডিভাইস হবে ফ্যাবলেট টাইপের। এই ফোনটিতে ডুয়েল উভয় সিম ব্যবহার করা যাবে। উক্ত মোবাইলটির আয়তন হবে ৬৪.৫X৭৬.৫X৮.৮ মিলিমিটার এবং এর ওজন হবে মাত্র ১৯৫ গ্রাম।
Samsung Galaxy A13 5G ফোনটির চিপসেট দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ ৫জি অক্টাকোর প্রসেসর। এছাড়া এর জি পি ইউ দেওয়া হয়েছে মালি- জি ৫৭ এম সি ২। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ফোন স্টোরেজ এছাড়া। এই ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৫ জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে।
এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.২, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে। এছাড়া ফাস্ট চার্জিং এর জন্য দেওয়া হয়েছে ১৫ ওয়াটের ফাস্ট চার্জ সিস্টেম। হার্ডওয়্যার সেকশনটি এখানে ভালই দেওয়া হয়েছে।
Samsung Galaxy A13 5G তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৫০ মেগাপিক্সেলের ওয়াইড, ২ মেগাপিক্সেলের ডেপথ ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ।
উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল এর। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, পি ডি এ এফ এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। স্যামসাং গ্যালাক্সি এ১৩ ৫জি মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী মূল্য অনুযায়ী ২১,১২৮ টাকা। শুধুমাত্র কালো রং এ পাওয়া যাবে ফোনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।