Advertisement
Samsung আবারও গ্রাহকদের জন্য বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন আনার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি কোম্পানি Samsung Galaxy A05 এবং Galaxy A05s বাজারে ছাড়লেও এবার নজর পড়েছে আসন্ন Samsung Galaxy A15 5G মডেলে।
যদিও Samsung এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি, তবে অনলাইনে ফাঁস হওয়া লিক অনুযায়ী ফোনটির সম্ভাব্য স্পেসিফিকেশন ও দাম সামনে এসেছে। দেখে নেওয়া যাক আপকামিং এই ফোনে কী কী থাকতে পারে বিশেষ—
Samsung Galaxy A15 5G: সম্ভাব্য স্পেসিফিকেশন
- ডিসপ্লে: 6.5-ইঞ্চি FHD+ IPS LCD প্যানেল, সাথে থাকবে 90Hz রিফ্রেশ রেট।
- প্রসেসর: ফোনটি চালিত হবে MediaTek Dimensity 6100+ চিপসেটে।
- র্যাম ও স্টোরেজ: 4GB ও 6GB RAM ভ্যারিয়েন্ট পাওয়া যেতে পারে, সাথে থাকবে সর্বোচ্চ 128GB স্টোরেজ।
- ক্যামেরা সেটআপ: ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম থাকতে পারে। এর মধ্যে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, সাথে 5MP এবং 2MP সেন্সর। ক্যামেরায় থাকতে পারে 10X জুম সুবিধা। সেলফির জন্য থাকছে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
- ব্যাটারি ও চার্জিং: শক্তি জোগাবে 5000mAh ব্যাটারি, সাথে থাকবে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, Samsung এর এই বাজেট 5G ফোনটি বিশেষত মধ্যবিত্ত ক্রেতাদের লক্ষ্য করেই বাজারে আনা হচ্ছে। লঞ্চ হলে এটি গ্রাহকদের কাছে সাশ্রয়ী দামে উন্নতমানের 5G অভিজ্ঞতা দিতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।