50MP ক্যামেরার সঙ্গে দুর্দান্ত ফিচার নিয়ে হাজির Samsung Galaxy A16 4G, রইল দাম

samsung galaxy a16 4g

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে Samsung Galaxy A16 5G ফোনটি লঞ্চ হয়ে গেছে। ভারতে এই 5G ফোনটি পেশ করার সঙ্গে সঙ্গেই কোম্পানির পক্ষ থেকে বিদেশের বাজারে এই ফোনের 4G মডেল লঞ্চ করা হয়েছে। Samsung Galaxy A16 4G ফোনটি ফ্রান্সের বাজারে লঞ্চ করা হয়েছে এবং এই ফোনে 6 বছর Android OS আপডেট পাওয়া যাবে। এটি এখনও পর্যন্ত কোনো 4G ফোনের জন্য জারি করা সবচেয়ে বেশি ওএস আপডেট।

samsung galaxy a16 4g

Samsung Galaxy A16 4G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে
এই ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7–ইঞ্চির FHD+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এবং 90Hz রিফ্রেশ রেটে কাজ করে।

প্রসেসর
Samsung Galaxy A16 4G ফোনে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি MediaTek Helio G99 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এতে দুটি 2.2GHz Cortex-A76 কোর এবং ছয়টি 2GHz Cortex-A55 কোর রয়েছে।

ওএস
এই ফনিত অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 6 বছর ওএস আপডেট দেওয়া হবে অর্থাৎ ফোনটিকে Android 20 এর জন্য রেডি করা হয়েছে। এই ফোনটি One UI কাস্টম স্কিনে কাজ করে।

স্টোরেজ
ফ্রান্সে Samsung Galaxy A16 4G ফোনটি 4GB RAM সহ লঞ্চ করা হয়েছে। Virtual RAM সম্পর্কে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি, তবে আশা করা হচ্ছে ফোনটি 4GB Virtual RAM সাপোর্ট করে। এতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং মেমরি কার্ড ব্যাবহার করে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।

ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Samsung A16 4G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 50MP প্রাইমারি সেন্সর, 5MP সেকেন্ডারি সেন্সর এবং 2MP থার্ড লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A16 4G ফোনে 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

Samsung Galaxy A16 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন : দাম: এই ফোনটি 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। ফোনটির 128GB মডেলের দাম 18,999 টাকা এবং 256GB মডেলের দাম 21,999 টাকা।

ডিসপ্লে: Galaxy A16 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড এবং 90Hz রিফ্রেশ রেটযুক্ত 6.7 ইঞ্চির FHD+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। প্রসেসর: ভারতে এই ফোনটি 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে।

ক্যামেরা: Samsung Galaxy A16 5G ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি, 5MP আলট্রা ওয়াইড এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে এই ফোনের ফ্রন্ট প্যানেলে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

বিয়ের পর মেয়েদের কোমর চওড়া হয়ে যায় কেন

ব্যাটারি: Samsung Galaxy A16 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।