বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : এবছর এপ্রিলে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ২৪ ফোন। তারই সাকসেসর হিসেবে এই নতুন মডেল লঞ্চ হতে চলেছে। স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের আরও একটি নতুন ৫জি ফোন ) ভারতে লঞ্চ হতে চলেছে বলে শোনা গিয়েছে।
এবার লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোন। যদিও স্যামসাং কর্তৃপক্ষ ফোন লঞ্চের নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানায়নি। তবে স্যামসাংয়ের ভারতীয় ওয়েবসাইটে এই ফোনের সাপোর্ট পেজ ইতিমধ্যেই লাইভ হয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে, যে স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি হয়তো নেই। স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইটের সাপোর্টে এই ফোনের নাম দেখা গিয়েছে SM-A256E/DSN- এই মডেল নম্বর দিয়ে।
স্যামসাং গ্যালাক্সি এ২৫ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার এবং স্পেসিফিকেশন : শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে ৬.৪৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে। এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 1280 প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট।
এবছর এপ্রিলে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ২৪ ফোন। তারই সাকসেসর হিসেবে এই নতুন মডেল লঞ্চ হতে চলেছে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 6- এর সাপোর্টে পরিচালিত হতে পারে স্যামসাংয়ের আসন্ন ফোন। থাকতে পারে ৮ জিবি র্যাম। এছাড়াও এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা শোনা গিয়েছে।
সম্প্রতি ভারতে সস্তা হয়েছে স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের আরও একটি ফোন
স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোন এবার আরও সস্তায়। নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি ‘এ’ সিরিজের এই ফোন। স্যামসাং গ্যালাক্সি এ০৪এস ফোনের সাকসেসর হিসেবে এবছর অক্টোবর মাসে লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোন। এই ফোনে রয়েছে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৮০ চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট। প্রথমে এই ফোন লঞ্চ হয়েছিল ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে। তবে স্যামসাং জানিয়েছে, এবার তাদের গ্যালাক্সি এ০৫এস ফোন লঞ্চ হয়েছে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে।
অর্থাৎ স্টোরেজের পরিমাণ এক থাকলেও র্যামের পরিমাণ কমেছে। সাধারণত প্রাথমিক লঞ্চের পর দ্বিতীয়বার লঞ্চের ক্ষেত্রে ফোনের র্যাম এবং স্টোরেজের পরিমাণ বাড়ে। কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের ক্ষেত্রে তা হয়নি। স্যামসাং গ্যালাক্সি এ০৫এস ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ১৪,৯৯৯ টাকা। এবার যে মডেল লঞ্চ হয়েছে অর্থাৎ ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত, তার দাম ১৩,৯৯৯ টাকা। মাত্র ১০০০ টাকার ফারাক রয়েছে। নতুন মডেল লঞ্চ হয়েছে কালো, হাল্কা সবুজ এবং হাল্কা বেগুনি রঙে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।