বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্যামসাং ঘোষণা করে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 11 মার্চ ভারতের বাজারে এ-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চ করবে। এই সিরিজে স্যামসাং গ্যালাক্সি এ35 5জি এবং স্যামসাং গ্যালাক্সি এ55 5জি নামের দুটি মোবাইল পেশ করা হতে পাবে। তবে লঞ্চের কিছু দিন আগেই টিপস্টার ডিভাইসের কিছু প্রমোশনাল ছবি লিক করে দিয়েছেন। এর সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে।
Samsung Galaxy A35 5G এর ডিজাইন
নিচের ইমেজ গ্যালারিতে দেখতে পারেন Samsung Galaxy A35 5G-এর ক্ষেত্রে ব্র্যান্ড তাদের পুরনো মোবাইলগুলির ডিজাইনটিই ফলো করেছে।
এই ফোনটির লুক যথেষ্ট প্রিমিয়াম দেখতে। ডিভাইসটি চারটি কালারে দেখানো হয়েছে।
ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং LED ফ্ল্যাশ রয়েছে। নিচের দিকে স্যামসাঙের ব্র্যান্ডিং থাকবে। একইভাবে ডানদিকের প্যানেলে পাওয়ার এবং ভলিউম বাটন যোগ করা হবে।
Samsung Galaxy A35 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Galaxy A35 5G ফোনে 6.6 ইঞ্চির সুপার AMOLED ডিসপ্লে থাকতে পারে। এতে FHD+ রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 1,650 নিট পিক ব্রাইটনেস পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর: রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A35 5G-তে 5 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি Exynos 1380 প্রসেসের দেওয়া হতে পারে।
স্টোরেজ: এই মোবাইলটি 8GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 256GB স্টোরেজ সহ দুটি স্টোরেজ অপশনে পেশ করা হতে পারে।
ব্যাটারি: এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে।
ক্যামেরা: ফটো থেকে জানা গেছে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। এতে HDR ভিডিও সাপোর্টেড এবং OIS ফিচার সহ 50MP প্রাইমারি, 8MP অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এবং 5MP ম্যাক্রো লেন্স যোগ করা হতে পারে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 13MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে জানা গেছে।
থ্রিডি প্রিন্টার দিয়ে মস্তিষ্কের টিস্যু তৈরি করলেন বিজ্ঞানীরা
অপারেটিং সিস্টেম: এই মোবাইলটি অ্যান্ড্রয়েড 14 সহ পেশ করা হতে পারে। এর সঙ্গে এই ফোনে 4 বছরের OS আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।