বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : লঞ্চের মাত্র এক মাসের মধ্যে কোনো ফোনের দাম কমতে সচরাচর দেখা যায় না। তবে এবার বিখ্যাত টেক কোম্পানি স্যামসাঙ এই নজির গড়ে দেখিয়েছে। গত মাসে অর্থাৎ মার্চে ভারতের বাজারে Samsung Galaxy A36 5G ফোন লঞ্চ করা হয়েছিল। এপ্রিল মাস শুরু হতে না হতেই এই ফোনটির দাম 2,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ফোনটির সবকটি ভেরিয়েন্টে প্রাইস কাট করা হয়েছে। ফোনটির প্রাইস কাট এবং স্পেসিফিকেশন ডিটেইলস সম্পর্কে নিচে আলোচনা করা হল।
Samsung Galaxy A36 5G ফোনের সবকটি স্টোরেজ মডেলের দাম 2 হাজার টাকা কমিয়ে দেওয়া হয়েছে। 8GB RAM সহ ফোনটির 128GB স্টোরেজ মডেল 32,999 টাকা এবং 256GB স্টোরেজ মডেল 35,999 টাকা দামে লঞ্চ হয়েছিল। প্রাইস ড্রপের পর ফোনটির এই দুটি মডেলের দাম কমে যথাক্রমে 30,999 টাকা এবং 33,999 টাকা হয়ে গেছে।
একইভাবে ফোনটির 12GB RAM মডেলের দাম 38,999 টাকা থেকে কমে 36,999 টাকা হয়ে গেছে। Samsung Galaxy A36 5G ফোনটি Awesome Black, Awesome Lavender এবং Awesome White কালার অপশনে সেল করা হয়। ফোনটি অফলাইন প্ল্যাটফর্ম, রিটেইল স্টোর, শপিং সাইট এবং কোম্পানির অফিসিয়ালি সাইটের মাধ্যমে কম দামে কেনা যাবে।
Samsung Galaxy A36 5G ফোনের স্পেসিফিকেশন
ডিসপ্লে: এই ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.7-ইঞ্চির Full HD+ পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার এমোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1900nits ব্রাইটনেস সাপোর্ট করে। এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং কর্নিং Gorilla Glass Victus+ এর লেয়ার রয়েছে।
প্রসেসর: Samsung Galaxy A36 5G ফোনে 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 6 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে সুন্দর গ্রাফিক্সের জন্য এই ফোনে Adreno 710 GPU দেওয়া হয়েছে।
স্টোরেজ: ভারতে এই ফোনটি তিনটি RAM ভেরিয়েন্টে অএস করা হয়েছে। ফোনটির 6GB RAM মডেলে 128GB স্টোরেজ যোগ করা হয়েছে। একইভাবে 8GB RAM ভেরিয়েন্টে 256GB স্টোরেজ রয়েছে। এছাড়া 12GB RAM সহ এই ফোনের টপ মডেলে 256GB স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A36 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: Samsung Galaxy A36 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি ফুল চার্জ হলে 29 ঘন্টা পর্যন্ত কাজ করতে সক্ষম।এই ফোনের ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
ওএস: Samsung Galaxy A36 5G ফোনটি Android 15 এবং One UI 7 সহ কাজ করে। এই ফোনটিতে 6 বছর সিকিউরিটি আপডেট এবং 6 অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে বলে জানানো হয়েছে।
অন্যান্য ফিচার: কানেক্টিভিটির জন্য এই ফোনে 5GHz Wi-Fi, Bluetooth 5.3 এবং NFC ফিচার রয়েছে। এর সঙ্গে এই ফোনে USB Type-C audio এবং Stereo speakers যোগ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।