বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাত্র দু মাসের মধ্যেই দাম কমলো স্যামসাংয়ের ব্র্যান্ড নিউ Samsung Galaxy A56 5G এর। গ্রাহকদের জন্য দুর্দান্ত সুখবর জানিয়ে এবার ডিসকাউন্ট এট রেট প্রকাশ করল Samsung এর এই প্রিমিয়াম স্মার্টফোন। সংস্থার প্রিমিয়াম ব্র্যান্ডের Samsung Galaxy A56 5G স্মার্টফোনটি Exynos 1580 প্রসেসর সহ মাত্র দুমাস আগেই লঞ্চ হয়েছিল ভারতীয় বাজারে।
সংস্থার পক্ষ থেকে এই স্মার্টফোনের লঞ্চ প্রাইস এর উপর কাট দেওয়া হয়েছে। তাহলে কত টাকা দাম কমলো প্রিমিয়াম এই মডেলটির? এটি কিনলে গ্রাহকেরা কোন কোন সুবিধা গুলি পাবেন? সমস্ত প্রশ্নের উত্তরই রয়েছে আজকের প্রতিবেদনে।
Samsung Galaxy A56 5G এর দাম
কোম্পানির তরফে এই স্মার্টফোনের দুটি ভেরিয়েন্টে তিন হাজার টাকা করে দাম কমিয়ে দেওয়া হয়েছে। লঞ্চ প্রাইস এবং দামে ছাড় দেওয়ার পর বর্তমান প্রাইজের সম্পূর্ণ হদিশ মিলবে নিচের টেবিল থেকে।
Samsung Galaxy A56 5G র স্পেসিফিকেশন
ডিসপ্লে- স্মার্টফোনটিতে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির Full HD+ ইনফিনিটি ও HDR ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লের মধ্যেই ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং Gorilla Glass Victus+ এর প্রোটেকশন পাবেন গ্রাহকরা। পাশাপাশি পাবেন Super AMOLED ডিসপ্লে যা 120Hz রিফ্রেশ রেট এবং 1900nits ব্রাইটনেস সাপোর্ট করে।
ক্যামেরা- প্রিমিয়াম ব্র্যান্ডের Samsung Galaxy A56 5G মডেলটিতে F/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি OIS সেন্সর, F/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP আলট্রা ওয়াইড লেন্স ও 5MP ম্যাক্রো লেন্স ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি F/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP ফ্রন্ট ক্যামেরা পাবেন গ্রাহকরা।
প্রসেসর- প্রিমিয়াম ব্র্যান্ডের যে কোন স্মার্টফোনের প্রফেসর যথেষ্ট ভালো হওয়া প্রয়োজন। এই কারণেই samsung তার এই দুর্দান্ত মডেলটিতে One UI 7 ব্যবহার করেছে। পাশাপাশি এই মডেলের মাধ্যমে আপনারা ডিরেক্টলি Android 15 ব্যবহার করতে পারবেন। এতে 2.9GHz ক্লক স্পীডযুক্ত Exynos 1580 অক্টাকর প্রসেসর ব্যবহার করা হয়েছে। এমনকি গ্রাফিক্সের জন্য এতে রয়েছে AMD Xclipse 540 GPU।
পরবর্তী আপডেট- আপাতত অ্যান্ড্রয়েড 15 এর ব্যবহার করতে পারলেও এই স্মার্টফোনে পরবর্তী 6 বছর সিকিউরিটি আপডেট এবং 6 জেনারেশন ওএস আপডেট পাবেন গ্রাহকরা।
ব্যাটারি- Samsung Galaxy A56 5G র প্রত্যেকটি ভ্যারিয়েন্টেই 5,000mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই ব্যাটারি তাড়াতাড়ি চার্জ করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন 45W চার্জিং ফেসিলিটি পাবেন গ্রাহকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।