বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং বাংলাদেশের বাজারে তাদের গ্যালাক্সি এ৭২ ও গ্যালাক্সি এ০৩ কোর দুটি স্মার্টফোনের দাম কমিয়েছে। গ্যালাক্সি এ৭২ স্মার্টফোনটি আগের মূল্য থেকে ৭ হাজার টাকা কমিয়ে ৪০ হাজার ৪৯৯ টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
পাশাপাশি স্যামসাং তাদের কমদামি স্মার্টফোন গ্যালাক্সি এ০৩ কোর ডিভাইসটিরও দাম কমিয়েছে। ৭০০ টাকা ছাড়ে ফোনটি কেনা যাচ্ছে ৮ হাজার ৯৯৯ টাকায়। স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে আজ মঙ্গলবার (১৭ মে) এ তথ্য নিশ্চিত করা হয়।
স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, গ্রাহকদের চাহিদা ও প্রয়োজনীয়তা অনুসারে উদ্ভাবনের জন্য নিরলস কাজ করে যাচ্ছে স্যামসাং। আমাদের লক্ষ্য খুবই সোজাসাপ্টা, তা হচ্ছে স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে উন্নত প্রযুক্তি পৌঁছে দেওয়া। এই ছাড়ের মাধ্যমে আমরা সেটাই করার চেষ্টা করেছি।
আশাকরি, এর ফলে দাম নিয়ে কোনো প্রকার চিন্তা ছাড়াই আরও বেশি সংখ্যক গ্রাহক স্যামসাং ডিভাইস ব্যবহার করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।