আসছে স্যামসাংয়ের গ্যালাক্সি বুক ৪ সিরিজ

Samsung-Galaxy-Book-4-Laptop-Series

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত মাসে আনপ্যাকড ইভেন্টে গ্যালাক্সি বুক ৪ সিরিজ উন্মোচন করেছে স্যামসাং। গ্যালাক্সি এস২৪ ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের সঙ্গে প্রকাশ্যে আনার পর এবার ভারতের বাজারে ল্যাপটপটি আনতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি।

Samsung-Galaxy-Book-4-Laptop-Series

আইএএনএসের সূত্রের তথ্যানুযায়ী, ফেব্রুয়ারির মাঝামাঝি স্যামসাং গ্রাহকের গ্যালাক্সি বুক ৪ সিরিজের প্রিবুকিং গ্রহণের ঘোষণা দিতে পারে। সেই সঙ্গে চলতি মাসের শেষ নাগাদ বাজারে এ সিরিজের ল্যাপটপ পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, স্যামসাং গ্যালাক্সি বুক ৪ প্রো, বুক ৪ প্রো ৩৬০ ও বুক ৪ ৩৬০ প্রথম বিক্রির জন্য বাজারে আনা হবে। অন্যদিকে এ সিরিজের সবচেয়ে ভালো মডেল গ্যালাক্সি বুক ৪ আল্ট্রা পরে উন্মোচন করা হবে। কবে নাগাদ এটি আসবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

গ্যালাক্সি বুক ৪ প্রোতে ইন্টেলের কোর আল্ট্রা ৫ বা আল্ট্রা ৭ প্রসেসর, ইন্টেলের আর্ক গ্রাফিকস ও অপারেটিং সিস্টেম হিসেবে উইন্ডোজ ১১ হোম দেয়া হবে। এতে ১৪ বা ১৬ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ব্যাকলাইট যুক্ত কিবোর্ড, ২ মেগাপিক্সেলের ওয়েবক্যাম, একেজির কোয়াড স্পিকার ও ডলবি অ্যাটমস থাকবে বলে সূত্রে জানা গেছে।