বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই Samsung তাদের মিড রেঞ্জে নতুন Galaxy F36 এবং Galaxy M36 স্মার্টফোনদুটি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ভারতে BIS সার্টিফিকেশন সাইটে স্মার্টফোনদুটি লিস্টেড হয়েছে, এর ফলে শীঘ্রই ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে আভাস পাওয়া যাচ্ছে। একইসঙ্গে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে M36 ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Galaxy F36 এবং Galaxy M36 ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে।
Galaxy F36 এবং Galaxy M36 এর BIS সার্টিফিকেশন
BIS লিস্টিঙে Galaxy F36 ফোনটি SM-E366B/DS এবং Galaxy M36 ফোনটি SM-M366B/DS মডেল নাম্বার সহ দেখা গেছে।
দুটি ফোনেই ডুয়েল সিম সাপোর্ট করবে এবং 2025 সালের 6 মে ফোনটি BIS ডেটাবেসে লিস্টেড হয়েছে।
লঞ্চের আগে এই সার্টিফিকেশন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই শীঘ্রই ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে বোঝা যাচ্ছে।
Samsung Galaxy M36 এর গীকবেঞ্চ লিস্টিং
বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Samsung Galaxy M36 ফোনটি লিস্টেড হয়েছে।
ফোনটি সিঙ্গেল কোর টেস্টে 1004 স্কোর এবং মাল্টি কোর টেস্টে 2886 স্কোর পেয়েছে।
লিস্টিং অনুযায়ী ফোনটি 5nm ফেব্রিকেশনে তৈরি Exynos 1380 চিপসেট দেওয়া হবে।
এতে চারটি 2.40GHz ক্লক স্পীড এবং চারটি 2.00GHz ক্লক স্পীডের কোটেক্স CPU কোর দেওয়া হবে। GPU হিসেবে ARM Mali-G68 থাকবে।
Galaxy M36 ফোনটিতে 6GB RAM থাকবে এবং Android 15 এবং One UI 7 সহ কাজ করবে।
Exynos 1380 চিপসেটে LPDDR5 RAM, UFS 3.1 স্টোরেজ এবং ইনবিল্ট AI NPU সাপোর্ট করবে, এটি AI-ভিত্তিক ফিচার হবে।
রিপোর্ট অনুযায়ী Galaxy M36 ফোনটি সাউথ কোরিয়াতে ‘Galaxy Jump 4’ নামে লঞ্চ করা হতে পারে। এটির SM-M366K মডেল নাম্বার হবে। এই নামে বাজারে সেল করা হতে পারে। তবে ভারতে Galaxy M36 নামে পেশ করা হতে পারে।
জানিয়ে রাখি লঞ্চ ডেট কাছে আসলেই কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে আরও তথ্য জানানো হতে পারে। অন্যদিকে সম্প্রতি BIS এবং Geekbench সাইটে লিস্টেড হওয়ার ফলে শীঘ্রই Galaxy F36 এবং M36 ফোনটি ভারতে লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।