বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দীর্ঘ বিরতির পর অবশেষে ভারতের বাজারে দুর্দান্ত স্মার্ট ফোন লঞ্চ করল Samsung। অবিশ্বাস্য ফির্চাস এবং চোখ ধাঁধানো ডিজাইন দেখে ইতিমধ্যে গ্রাহকরা লাইন দিচ্ছেন ফোনটি কেনার জন্য। আমরা আপনাদের জানিয়ে রাখি, ভারতের বাজারে সদ্য লঞ্চ হওয়া এই স্মার্টফোনটি কিনতে হলে আপনাকে মাত্র 30,000 হাজারের চেয়ে কম টাকা খরচ করতে হবে। এই মুহূর্তে যদি আপনি একটি দুর্দান্ত 5G স্মার্টফোন ক্রয় করতে চান তবে Samsung Galaxy F54 হতে পারে আপনার পছন্দের রাজকন্যা। চলুন প্রথমেই জেনে নেওয়া যাক, দুর্দান্ত এই স্মার্টফোনের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে-
ভারতের বাজারে সদ্য লঞ্চ হওয়া Samsung Galaxy F54 ফোনের দুর্দান্ত ডিসপ্লে সম্পর্কে বললে আমরা আপনাদের জানিয়ে রাখি, কর্নিং গরিলা গ্লাস 5 প্রোটেকশন দ্বারা সুরক্ষিত 6.7-ইঞ্চির ফুল-এইচডি+ (2400 x 1080 পিক্সেল) সুপার AMOLED প্লাস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। যা 120Hz রিফ্রেশ রেট সমর্থন করতে পারে। তাছাড়া কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, দুর্দান্ত এই স্মার্টফোনটি Android 13 OS বেস রান করবে। এছাড়া ফোনটিকে নির্বিঘ্নে চলতে Samsung তাদের নিজস্ব প্রসেসর Exynos 1380 ব্যবহার করেছে।
এছাড়া দুর্দান্ত এই স্মার্টফোনটিতে 8GB RAM এবং 256GB স্টোরেজ দেখা যাবে। যদি এই স্মার্টফোনের ক্যামেরার কথা বলি, তবে প্রাইমারি লেন্স হিসেবে দুর্দান্ত এই ফোনে 108 মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করা হয়েছে। তাছাড়া একটি 8-মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড-এঙ্গেল লেন্স এবং একটি 2-মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর রয়েছে ফোনটিতে। এছাড়া সেলফি প্রেমীদের জন্য 32 মেগাপিক্সেলের দুর্দান্ত সেলফি ক্যামেরা প্রদান করা হয়েছে Samsung Galaxy F54 ফোনে।
যদি Samsung Galaxy F54 5G স্মার্টফোনের ব্যাটারির কথা বলি, তবে এতে 6,000mAh-এর শক্তিশালী প্যাক ব্যবহার করা হয়েছে। আমরা আপনাদের জানিয়ে রাখি, দুর্দান্ত এই স্মার্টফোনটি 25W ফাস্ট চার্জিং সমর্থন করে। যদি অবিশ্বাস্য এই স্মার্টফোনটির দামের কথা বলি, তবে Samsung Galaxy F54 5G-এর 8GB + 256GB ভেরিয়েন্টের ভারতের বাজারে দাম মাত্র 27,999 টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।