বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : শীঘ্রই Samsung ভারতীয় বাজারে তাদের এফ-সিরিজ লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। ফোনটি Samsung Galaxy F56 5G নামে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। আমারা এই ফোনটি সম্পর্কে এক্সক্লুসিভ তথ্য জানতে পেরেছি। এই পোস্টারের মাধ্যমে দাম জানা গেছে। আপকামিং ফোনটি ইউজারদের জন্য স্লিম ডিজাইন সহ একটি দুর্দান্ত অপশন হতে চলেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy F56 5G ফোনের ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy F56 5G এর পোস্টার ইমেজ
নিচে দেওয়া ইমেজের মাধ্যমে দেখানো হয়েছে এখনও পর্যন্ত এফ-সিরিজের স্লিমেস্ট Samsung Galaxy F56 5G স্মার্টফোন হতে চলেছে।
ছবি দেখে মনে করা হচ্ছে ফোনটির থিকনেস মাত্র 7.2mm পাতলা রাখা হয়েছে।
এছাড়া ফোনটি কামিং সুন লিখে টিজ করা হয়েছে। তাই শীঘ্রই ভারতে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy F56 5G এর দাম
পাওয়া তথ্য অনুযায়ী Samsung Galaxy F56 5G ফোনটি দুটি স্টোরেজ অপশনে ভারতীয় বাজারে লঞ্চ করা হবে। ফোনটির 8GB RAM +128GB স্টোরেজ অপশনের দাম 27,999 টাকা রাখা হবে। তবে টপ মডেল 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 30,999 টাকা হবে। লিক ইমেজের মাধ্যমে ফোনের দাম জানানো হয়নি, তবে ফোনটি লঞ্চের পর অফার সহ আরও কম দামে সেল করা হতে পারে।
আগেই স্যামসাঙ ইন্ডিয়া ওয়েবসাইটে Samsung Galaxy F56 5G ফোনের সাপোর্ট পেজ লাইভ হয়ে গেছে। একইসঙ্গে BIS সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছিল। পরবর্তী সময়ে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাবে। জানিয়ে রাখি কোম্পানির পক্ষ থেকে গত মাসে Galaxy M56 5G ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছিল। নিচে এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy M56 5G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Galaxy M56 5G ফোনটিতে 6.7 ইঞ্চির FHD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং Corning Gorilla Glass Victus প্রোটেকশন রয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Galaxy M56 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। একইভাবে AI ফিচার সহ ফ্রন্টে 12MP সেলফি ক্যামেরা রয়েছে।
প্রসেসর: Galaxy M56 5G ফোনটি অক্টাকোর প্রসেসর রয়েছে, যা 8GB LPDDR5x RAM এবং 128GB/256GB UFS 3.1 স্টোরেজ সাপোর্ট করে। এছাড়া মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে। Galaxy M56 5G ফোনটি অ্যান্ড্রয়েড 15 এবং One UI 7 সহ লঞ্চ করা হতে পারে। এই ফোনটিতে AI Eraser, Edit Suggestions এবং Image Clipper এর মতো বিভিন্ন AI ফিচার রয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে 6 বছরের Android আপডেট এবং সিকিউরিটি আপডেট দেওয়া হবে বলে জানানো হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Galaxy M56 5G ফোনটিতে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
অন্যান্য ফিচার: Galaxy M56 5G ফোনের ডিজাইনটি স্লিম ও লাইটওয়েট এবং এর থিকনেস 7.2mm এবং ওজন মাত্র 180 গ্রাম। এই ফোনটি Light Green এবং Black মতো কালার অপশনে পেশ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য ফোনটিতে 5G, 4G LTE, Bluetooth, ডুয়েল-ব্যান্ড Wi-Fi, GPS এবং USB Type-C পোর্টের মতো বিভিন্ন ফিচার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।