বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় স্মার্টফোন নির্মাণকারী সংস্থা ‘Samsung’ নিত্যদিন বিভিন্ন ফোন লঞ্চ করে চলেছে। এই যেমন খুব শীঘ্রই তারা লঞ্চ করতে চলেছে তাদের নতুন ফাইভ-জি স্মার্টফোন ‘Samsung Galaxy M34 5G’। আজ আমরা এই ফোনের ফিচার সম্পর্কে আলোচনা করবো এই প্রতিবেদনে।
এতে রয়েছে ৬.৫ ইঞ্চির AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনটিতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ফোনটি চালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক One UI 5 দ্বারা। একইসাথে প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1280 প্রসেসর।
রয়েছে ৫০ মেগাপিক্সেল এবং ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা সাথে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। একটি ৬০০০ এমএএইচ ব্যাটারী এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। সংস্থার দাবী একবার ফুল চার্জ দিলে দুই দিন পর্যন্ত ফোনটি চলবে।
দাম- ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজঃ ১৬,৯৯৯ টাকা। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ: ১৮,৯৯৯ টাকা ফোনটি বেশ কয়েকটি রঙে উপলব্ধ রয়েছে।
যথা- প্রিজম সিলভার, মিডনাইট ব্লু, ওয়াটারফল ব্লু। আগামী ১৫ই জুলাই থেকে এই ফোন পাওয়া যাবে ‘অ্যামাজন’ ওয়েবসাইটে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।