বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কিছু দিন পরেই স্যামসাঙ নতুন 5G স্মার্টফোন পেশ করতে চলেছে। আগামী ১৭ জুলাই কোম্পানি তাদের ‘Galaxy M’ সিরিজের Samsung Galaxy M35 5G ফোন লঞ্চ করা হবে। কোম্পানির সোশ্যাল মিডিয়া টিজার এবং শপিং সাইট আমাজনে এই ফোনের মাইক্রোসাইড শেয়ার করে দিয়েছে। এর মাধ্যমে লঞ্চ ডেট সহ এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া এই ফোনের লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Samsung Galaxy M35 5G এর ভারতীয় লঞ্চ ডেট : সোশ্যাল মিডিয়া সাইট এক্স এবং আমাজন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী আগামী 17 জুলাই দুপুর 12:00 টায় Samsung Galaxy M35 5G স্মার্টফোনটি লঞ্চ করা হবে।
নতুন স্যামসাং 5জি ফোনের লঞ্চের পরে আমাজন প্রাইম ডে সেলের সময় 20 এবং 21 জুলাই থেকে অফার সহ প্রযোজ্য হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে ভেপর কুলিং চেম্বার, কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন, 6000mAh ব্যাটারি, এবং 120Hz সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হবে।
Samsung Galaxy M35 5G এর স্পেসিফিকেশন (গ্লোবাল) : গত মে মাসে গ্লোবাল মার্কেটে Samsung Galaxy M35 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
ডিসপ্লে: Samsung Galaxy M35 5G ফোনে 6.6-ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট এবং 1000nits ব্রাইটনেস যোগ করা হয়েছে। প্রসেসর: প্রসেসিঙের জন্য এই স্মার্টফোনে Samsung Exynos 1380 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এই প্রসেসর সহ ভারতে লঞ্চ করা হতে পারে।
মেমরি: Samsung Galaxy M35 5G স্মার্টফোনে 8GB সাধারণ এবং ভার্চুয়াল RAM সহ 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M35 5G স্মার্টফোন OIS ফিচারযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP Ultra-wide এঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। Samsung Galaxy M35 5G ফোনে 13MP সেলফি ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M35 5G স্মার্টফোনে 25W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্টেড শক্তিশালী 6,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। অন্যান্য: Samsung M35 5G ফোনে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়াল স্পিকার, 5জি, 4জি, Bluetooth 5.3 এবং 5GHz WiFi এর মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।
বিশ্বের সবচেয়ে সাহসী ওয়েব সিরিজ এটি, ভুলেও কারও সামনে দেখবেন না
ওএস: Samsung Galaxy M35 স্মার্টফোনে অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6.1 সহ লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে এই ফোনে চার বছরের OS আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।