বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং শীঘ্রই ভারত সহ গ্লোবাল বাজারে তাদের এম সিরিজের নতুন স্মার্ট =ফোন লঞ্চ করবে। এই ফোনটি Samsung Galaxy M55 5G নামে পেশ করা হবে। এখনও পর্যন্ত এই ফোনটি সম্পর্কে কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি। তবে ইতিমধ্যে বিভিন্ন সার্টিফিকেশন সাইটে এই ফোনের ডিটেইলস দেখা গেছে। এবার টিপস্টার এই ফোনের গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন এবং লুক শেয়ার করেছেন। নিচে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy M55 5G ফোনের স্পেসিফিকেশন (লিক) : টিপস্টার মুকুল শর্মা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে স্যামসাঙের এই নতুন ফোনটির ডিটেইলস শেয়ার করেছেন। পোস্ট অনুযায়ী Samsung Galaxy M55 5G ফোনটি 12GB RAM এবং স্ন্যাপড্রাগন চিপ সহ পেশ করা হবে।
লিক অনুযায়ী এই ফোনটি কোম্পানির ‘গালাক্স্য এম’ সিরিজের সবচেয়ে পাতলা স্মার্টফোন হতে পারে এবং পোস্টে এই ফোনের লুকও শেয়ার করা হয়েছে। টিপস্টার আরও জানিয়েছেন এই ফোনটি শুধুমাত্র ভারতে নয়, বরং অন্যান্য মার্কেটেও পেশ করা হবে। খুব তাড়াতাড়ি কোম্পানির পক্ষ থেকে এই ফোনের ভারতে লঞ্চ সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে।
Samsung Galaxy M55 5G ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন : ডিসপ্লে: Samsung Galaxy M55 5G ফোনে 6.7 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1080×2400 পিক্সেল FHD+ রেজোলিউশন সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে। প্রসেসর: Galaxy M55 5G ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 1 প্রসেসর যোগ করা হতে পারে। স্টোরেজ: এই ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 256জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
সকালে মা বলে ডাকে রাতে বিছানায় ঘুমানোর প্রস্তাব দিত মহেশ ভাট
ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এটি ইমেজেও দেখা গেছে। তবে এই ফোনে কি কি ধরনের ক্যামেরা লেন্স থাকবে সেই বিষয়ে কিছু জানা যায়নি। ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M55 5G ফোনে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ওএস: এই ফোনটি ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।