সামনে বাজারে রিলিজ হতে যাওয়া নাথিং ফোন ওয়ান প্রযুক্তিপ্রেমীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা সৃষ্টি করেছে। এই স্মার্টফোনটি গুগল পিক্সেল সিক্স এবং samsung galaxy s21 FE এর সাথে বাজারে প্রতিযোগিতা করবে। আজ এই তিনটি স্মার্টফোনের মধ্যে স্পেসিফিকেশন এর পার্থক্য তুলে ধরা হবে।
ডিসপ্লে
নাথিং ফোন ওয়ান হবে ৬.৫৫ ইঞ্চির স্মার্টফোন। রেজুলেশন হচ্ছে ২৪০০ * ১০৮০ পিক্সেল। গুগল পিক্সেল ৬ এর ডিসপ্লে এর সাইজ 6.4 ইঞ্চি। রেজুলেশন হচ্ছে ২৪০০ * ১০৮০ পিক্সেল। স্যামসাং galaxy s21 এর ডিসপ্লে এর সাইজ ৬.৪ ইঞ্চি। রেজুলেশন হচ্ছে ২৩৪০ * ১০৮০ পিক্সেল।
ক্যামেরা
নাথিং ফোন ওয়ানের মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। গুগল পিক্সেল ৬ এর মেইন ক্যামেরা ৫০ মেগাপিক্সেল। স্যামসাংএর স্মার্টফোনটির মেইন ক্যামেরা ১২ মেগাপিক্সেল। নাথিং ফর ওয়ানের সেলফি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল। গুগল পিক্সেল সিক্সের সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেল। স্যামসাং এর সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেল।
প্রসেসর
নাথিং ফোন ওয়ানের প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্লাস। গুগলের স্মার্টফোনটির প্রসেসর হচ্ছে তাদের নিজস্ব গুগল টেনসর। স্যামসাং এর স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
স্টোরেজ ও র্যাম
নাথিং ফোন এর তিনটি ভ্যারিয়েন্ট বাজারে থাকবে। ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম । স্যামসাং এর র্যাম হবে ৮ জিবি এবং স্টোরেজ ২৫৬ জিবি।
ব্যাটারি
নাথিং ফোন এর স্মার্টফোনের ব্যাটারি হবে ৪৫০০ মেগাহার্জ। গুগলের স্মার্টফোনটির ব্যাটারি হবে ৪৬১৪ মেগাহার্জ। স্যামসাং এর স্মার্টফোনের ব্যাটারি হবে ৪৫০০ মেগাহার্জ।
প্রাইস
নাথিং ফোন ওয়ানের ১২৮ জিবি স্টোরেজ ভার্সনটির দাম হবে ৩৯ হাজার টাকা। গুগল পিক্সেল ৬ স্মার্টফোনের দাম হবে ৫৮ হাজার টাকা। স্যামসাং এর স্মার্টফোনের দাম হবে ৬৭ হাজার টাকা।
নাথিং ফোন ওয়ান বেশ কম দামে লোভনীয় স্পেসিফিকেশনের ফোন রিলিজ করতে যাচ্ছে। এজন্য কাস্টোমারদের কাছে এটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। অথচ গুগল পিক্সেল ৬ ও samsung galaxy s21 FE এর দাম তুলনামূলকভাবে অনেক বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।