এটা বলার অপেক্ষা রাখে না যে iPhone 14 Pro Max হচ্ছে অ্যাপেলের রিলিজ করা সব থেকে অ্যাডভান্স লেভেলের আইফোন। পেশাদারিত্বের জায়গা থেকে বিবেচনা করলে এটা সেরা স্মার্টফোনের মধ্যে একটি। তবে প্রতিদ্বন্দ্বিতায় এটা কি Samsung Galaxy S22 Ultra হ্যান্ডসেটকে ছাপিয়ে উপরে উঠতে পারবে কিনা সেটাই এখন ভাবার বিষয়।
ফেব্রুয়ারিতে রিলিজ হওয়া Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনের দাম বাংলাদেশে এক লক্ষ 50 হাজার টাকা এবং ভারতে 91 হাজার রুপি।
Samsung Galaxy S22 Ultra এ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। তবে এটার ১২ জিবি র্যাম এবং এক টেরাবাইট স্টোরেজের ভ্যারিয়েন্ট অবশ্যই প্রশংসার দাবি রাখে।
তবে যুক্তরাষ্ট্রের বাইরে iphone14 max এর দাম চওড়া মূল্যে বিক্রি হচ্ছে। বাংলাদেশি স্মার্টফোনের দাম ১ লক্ষ ৪৭ হাজার টাকা এবং ভারতে এক লক্ষ ২৫ হাজার রুপি।
samsung এর ডিভাইস ডিজাইন এবং কালারের এর দিক থেকে বেশ এগিয়ে আছে। পাশাপাশি তাদের স্টাইলাশ পেনের ফিচার রয়েছে যা অ্যাপলে নেই। তবে আইফোন ডিভাইস এর সমস্যা হচ্ছে তাদের ক্যামেরা বাম্প বেশি বড়।
এবার আইফোন ১৪ প্রো স্মার্টফোনে আর নচ পাচ্ছেনা। এটির পরিবর্তে ‘ডাইনামিক আইসল্যান্ড’ নামক ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্যামেরা সেকশনের দুটি স্মার্টফোন বেশি এগিয়ে আছে। samsung এর ডিভাইসের ১২ মেগাপিক্সেল ultra write লেন্স ও ১০৮ মেগাপিক্সেল ওয়াইড ক্যামেরা এবং পাশাপাশি দুইটি দশ মেগাপিক্সেল ক্যামেরা লেন্স দেওয়া হয়েছে।
samsung এর স্মার্টফোন এ ৪০ মেগাপিক্স সেলফি ক্যামেরা রয়েছে। তাছাড়া নাইট মোড, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অপটিমাইজেশন ফিচার তো অবশ্যই প্রশংসার দাবি রাখে।
অন্যদিকে 14 Pro Max এ ৪৮ মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। পাশাপাশি ১২ মেগাপিক্সেল ক্যামেরাও অন্তর্ভুক্ত রয়েছে। নতুন ফ্ল্যাশ লাইট সিস্টেম দেওয়া হয়েছে যা ক্যামেরার ফোকলের লাইন এবং পরিবেশের সাথে মানিয়ে কাজ করতে পারে।
samsung এর স্মার্টফোনে স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান এর চিপসেটটি ব্যবহার করা হয়েছে। ৫০০০ মেগাহার্জের ব্যাটারি দ্বারা স্মার্টফোনের পরিচালিত হবে। অন্যদিকে আইফোন ১৪ প্রো হ্যান্ডসেটে A16 Bionic চিপসেট ব্যবহার করা হয়েছে যা আগের প্রসেসর থেকে ৪০ শতাংশ দ্রুত কাজ করে।
স্মার্টফোনটিতে ৬ জিবি র্যাম দেওয়া হয়েছে। ১২৮ জিবি থেকে শুরু করে ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজের অপশন আছে। iphone 14 প্রো ম্যাক্স এর ডিসপ্লের সাইজ ৬.৭ ইঞ্চি। অন্যদিকে স্যামসাং ডিসপ্লের সাইজ ৬.৮ ইঞ্চি।
সব থেকে মজার ব্যাপার হচ্ছে অ্যান্ড্রয়েড এর মধ্যে Galaxy S22 Ultra আলট্রা হচ্ছে সব থেকে নজরকাড়া ফ্ল্যাগশিপ ডিভাইস। অন্যদিকে iphone 14 প্রো ম্যাক্স হচ্ছে সব থেকে অ্যাডভান্স লেভেলের আইফোন। এমনকি দুটোর দাম প্রায় কাছাকাছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।