স্মার্টফোন মার্কেটের প্রতিযোগিতায় নাথিং ফোন নামে নতুন ব্যান্ড যুক্ত হচ্ছে। এটি samsung galaxy s22 আলট্রাকে টক্কর দিতে পারবে কিনা এ বিষয়ে আলোচনা করা হবে এই আর্টিকেলে।
আজকের দিন পর্যন্ত samsung galaxy s22 কে বেস্ট অ্যান্ড্রয়েড ফ্ল্যাগশিপ ফোন বলা হয়। ব্রিলিয়ান্ট স্ক্রিন ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স ও সুন্দর ক্যামেরা। তবে ফোনের পেছনের দিকে তাকালে দুইটি স্মার্টফোনের মধ্যে পার্থক্যটি পরিষ্কার হয়ে যায়। আর সেটা ডিজাইনে।
ডিজাইনের দিক থেকে শুধু samsung galaxy নয় বরং সব স্মার্টফোন থেকে বৈচিত্র ধরে রাখতে পেরেছে নাথিং ফোন। পেছনের দিকে কার্ভ করা ডিজাইন এবং সেখানে সাদা লাইট জ্বলে। এই লাইটিং প্যাটার্ন বেশি ইউনিক। পেছনের কভার থেকে ভেতরের যন্ত্রাংশ দেখা সম্ভব। এটার ডিজাইন অনেক স্মার্টফোন থেকে এতটা আলাদা যে তা দর্শকদের কাছে যথেষ্ট আকর্ষণীয় বিষয় হতে পারে।
ডিসপ্লে ও স্ক্রিনের কথা বললে নাথিং ফোন থেকে স্যামসাং গ্যালাক্সি এগিয়ে থাকবে। স্যামসাং গ্যালাক্সির রেজুলেশন নাথিং ফোন থেকে বেশি ও ডিসপ্লের সাইজও বেশ বড়। ডিসপ্লের প্রোটেকশন এ বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ফলে এত সহজ এ ডেমেজ হবার সম্ভাবনা নেই। সাথে ১২০ হার্ডস রিফ্রেশ রেট রয়েছে এবং ঝকঝকে কালার দেওয়ার জন্য প্রস্তুত।
ক্যামেরা সেকশনে নাথিং ফোনের জন্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হচ্ছে samsung galaxy s22। নাথিং ফর ওয়ান এখনো রিলিজ না হওয়ার কারণে এটি টেস্ট করে দেখা সম্ভব হয়নি। তবে নাথিং ফোনের মেইন ক্যামরা ৫০ মেগাপিক্সেল থাকাতে এবং সাথে আলট্রা ওয়াইড এবং টেলিফটো লেন্স থাকার কারণে যথেষ্ট ভালো ছবি আসার কথা। তবে samsung এর মেইন ক্যামেরা হচ্ছে ১০৮ মেগাপিক্সেল। সাথে ১২ মেগাপিক্সের আলট্রা ওয়াইড লেন্স এবং দুটি টেলিফটো লেন্স যুক্ত করা আছে। samsung এর স্মার্টফোনের জুম ক্ষমতা অনন্য। পাশাপাশি ছবির কোয়ালিটি যে কাউকে মুগ্ধ করতে বাধ্য।
পারফরম্যান্সের দিক দিয়ে নাথিং ফোন samsung galaxy s22 কে পরাজিত করতে পারে। কেননা স্যামসাংয়ের স্মার্ট ফোনটির গ্লোবাল ভার্সনে কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর থাকবে না। তবে নাথিং ফোনে স্ন্যাপড্রাগন ৭৭৮ জি প্লাস প্রসেসর থাকবে যা শক্তিশালী।
ব্যাটারি সেকশনে নাথিং ফোন ওয়ান কিছুটা এগিয়ে থাকতে পারে। samsung galaxy s22 এর শতভাগ চার্জ হতে বেশ খানিকটা সময় নেয় এবং ওয়ারলেস চার্জিং বেশ স্লো। এদিক থেকে ৪৫০০ মেগাহার্জ এর ব্যাটারি এবং এটির দ্রুত চার্জ করার ক্ষমতা এগিয়ে রাখতে পারে।
নাথিং ফর ওয়ানের দাম হবে ৩৯ হাজার টাকা। যেখানে samsung galaxy s22 এর দাম হবে এক লক্ষ ১৫ হাজার টাকা। দামের ক্ষেত্রে যোজন যোজন পার্থক্য থাকায় যারা বাজেট ফোন হিসেবে ফিচার স্মার্টফোন কিনতে চান তাদের জন্য নাথিং ফোন উপযুক্ত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।