স্মার্টফোন দুনিয়ায় স্যামসাং এখন এক রাজা। তারা শুধু নিজেদের স্মার্টফোনের জন্যই সেরা না। তাদের যন্ত্রাংশ ব্যবহার করে স্মার্টফোন জগতের সবাই ফোন তৈরি করে।
গ্যালাক্সি এস২২ Samsung Galaxy S22 সিরিজের নতুন ফোন আসছে বাজারে। স্যামসাং এর ফ্লাগশিপ এই সিরিজে গ্যালাক্সি এস২২, গ্যালাক্সি এস ২২ প্লাস এবং এস ২২ আল্ট্রা মডেলের ৩টি ভেরিয়েন্টের ফোন আসছে। প্রযুক্তি বিদরা ধারণা করছে, এস২২ আল্ট্রা ফোনের ক্যামেরায় থাকবে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)’ আধিপত্য। যা হয়তো স্মার্টফোন দুনিয়ায় আগে কখনো দেখা যায়নি।
২০২২ সালের জানুয়ারিতেই বাজারে পাওয়া যেতে পারে এস ২২ সিরিজের নয়া এই তিন ফোন।
ইতিমধ্যে বেশকিছু টেক পোর্টালে নতুন ফোনের ছবি ফাঁস হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আগের গ্যালাক্সি এস২১ সিরিজের আদলেই দেখতে হয়েছে নতুন ফোন। তবে স্পেকসে বেশকিছু পরিবর্তন আনা হয়েছে।
৯১ মোবাইলস, অনলিকস-এর ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে গ্যালাক্সি এস ২২ ফোনের ছবি। যেখানে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড প্যানেলের কথা বলা হয়েছে গ্যালাক্সি এস২২ প্লাস ডিজাইনে।
কার্ভ সাইড এজ এবারও দেওয়া হয়নি ফোনে। সেই জায়গায় ফ্ল্যাট ব্যাক পেয়েছে ফোন। তবে পিছনে এস২১ সিরিজের আদলে ক্যামেরা বাম্প রয়েছে। পাঞ্চ হোল নচ রয়েছে আগের সিরিজের মতোই। ডান দিকেই আগের মতো ভলিউম রকার ও পাওয়ার বাটন দিয়েছে কোম্পানি। স্যামসাং গ্যালাক্সি এস২২ ফোনে সব মিলিয়ে তিনটে রিয়ার ক্যামেরা দিয়েছে স্যামসাং।
অনলাইনে জনপ্রিয় টেক লিক করা ব্যক্তিদের তথ্য মতে প্রযুক্তিবিষয়ক সাইট টেক রেডার জানিয়েছে, গ্যালাক্সি এস২২ আল্ট্রা মডেলটির ছবি তোলার সক্ষমতা আরো উন্নত করার চেষ্টা করেছে স্যামসাং। ওই চেষ্টার ৩০ শতাংশ প্রভাব পড়েছে হার্ডওয়্যারের বেলায়, বাকি ৭০ শতাংশ উন্নয়ন কাজের প্রভাব পুরোটাই পড়েছে সফটওয়্যারে। তবে, এআই প্রযুক্তির প্রয়োগ নাকি আছে এর সবখানেই।
স্যামস্যাং রাতের বেলা এবং কম আলোতে ছবি তোলার সক্ষমতা বাড়াতে নতুন এআই অ্যালগরিদম নির্মাণের জোর চেষ্টা চালাচ্ছে– কিছুদিন আগেই এই খবর জানিয়েছিল ওই একই সূত্র। সবগুলো দাবি সত্যি হলে, স্যামসাং স্মার্টফোনে ছবি তোলার বেলায় এআই প্রযুক্তির বাড়তি সমর্থনের সুবিধা ভোগীদের তালিকায় সম্ভবত প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ স্মার্টফোন ক্রেতারাই থাকবেন।
Samsung Galaxy S22 Ultra এর মূল সেন্সর ১০৮ মেগাপিক্সেলের হবে– বাজারে শোনা যাচ্ছে এমনটাও। আর ‘ফাঁসকারীদের’ সর্বশেষ তথ্য বলছে, স্মার্টফোনটির মূল সেন্সর ব্যবহার করে ছবি তুলতে গেলেই পর্দায় পপ আপ হিসেবে চলে আসবে “এআই ডিটেইল এনহ্যান্সমেন্ট” বাটন।
ছবির খুঁটিনাটি, রঙ বা উজ্জ্বলতার মতো বিষয়গুলো আরও উন্নত করবে এআই অ্যালগরিদম। তবে, ছবির উপর এআই কাঁচি বা রঙতুলি চালানোর পর সেটা ব্যবহারকারীর পছন্দ হবে কী না, সেই প্রশ্ন থেকেই যায়।
ইতিমধ্যেই ৩সি সার্টিফিকেশন উত্তীর্ণ হয়েছে গ্যালাক্সি এস ২২ আল্ট্রা। এই ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারি ছাড়াও দেওয়া হবে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং। যা এই সেগমেন্টে প্রথম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।