বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: বর্তমান সময়ে ওয়ানপ্লাস এবং স্যামসাং মোবাইল ব্র্যান্ড জনপ্রিয়তার শীর্ষস্থান ধরে রেখেছে। এদের মধ্যে জনপ্রিয় দুটি মোবাইল নিয়ে আজকে আমরা তুলনা করব। সেই ফোনগুলো হল ওয়ানপ্লাস ৯ প্রো ৫জি এবং স্যামসাং গ্যালাক্সি এস ২২ নিয়ে। ফোন দুটির মাঝে মূল্যের মোটামুটি তারতম্য রয়েছে তবে ফিচারের ভিন্যতা রয়েছে। আলাদা আলাদা ফিচারে সাজানো হয়েছে ফোন দুটি। একেক ফোনটিতে একেক রকম সুবিধা বেশি পাওয়া যাবে। চলুন তুলনা করা যাক মোবাইল ২ টির মধ্যে।
প্রথমেই আলোচনা করা যাক ডিসপ্লে সেকশন নিয়ে।
ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.৭ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১৪৪০X৩২১৬ পিক্সেল। এছাড়া এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। এছাড়া এর পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৫২৫। কর্নিং গরিলা গ্লাস এর নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে।
স্যামসাং গ্যালাক্সি এস ২২ঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৬.১ ইঞ্চি বিশিষ্ট অ্যামোল্ড ডিসপ্লে যার স্ক্রিন রেজুলেশন দেওয়া হয়েছে ১০৮০X২৩৪০ পিক্সেল। উক্ত ফোনটির পি পি আই ডেনসিটি দেওয়া হয়েছে ৪২৫। এছাড়া এর রিফ্রেশ রেট দেওয়া হয়েছে ১২০ হার্জ। কর্ণিং গরিলা গ্লাস ভিক্টাস এর নিরাপত্তা দেওয়া হয়েছে ফোনটিতে।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর বডি নিয়ে।
ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ এই মোবাইলটির আয়তন হবে ১৬৩.২X৭৩.৬X৮.৭ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৯৭ গ্রাম।
স্যামসাং গ্যালাক্সি এস ২২ঃ উক্ত মোবাইলটির আয়তন হবে ১৪৬X৭০.৬X৭.৬ মিলিমিটার এবং ওজন হবে মাত্র ১৬৭ গ্রাম।
এবার আলোচনা করা যাক মোবাইলগুলোর হার্ডওয়্যার সেকশন নিয়ে।
ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ অক্টাকোর প্রসেসর। এবং জি পি ইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৬৬০। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এছাড়া এখানে আরো দেওয়া হয়েছে ৪,৫০০ এম এ এইচ এর ব্যাটারি, ৬৫ওয়াটের ফাস্ট এবং ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং, ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১১ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
স্যামসাং গ্যালাক্সি এস ২২ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ অক্টাকোর প্রসেসর। এবং জিপিইউ দেওয়া হয়েছে অ্যাড্রিনো ৭৩০। এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ১২ জিবি র্যাম ও ১২৮ জিবি ফোন স্টোরেজ। এছাড়া এখানে আরো দেওয়া হয়েছে ৩,৭০০ এম এ এইচ এর ব্যাটারি,২৫ ওয়াটের ফাস্ট চার্জিং,ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২ এর সুবিধা। ডুয়েল সিম ব্যবহার করা যাবে এই ফোনটিতে। অ্যান্ড্রোয়িড ভার্সন ১২ দেওয়া হয়েছে এই ফোনটিতে।
এবার আলোচনা করা যাক ফোনগুলোর ক্যামেরা সেকশন নিয়ে।
ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ উক্ত মোবাইলটির সাথে দেওয়া হয়েছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেলের, ৫০ মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড, ৮ মেগাপিক্সেলের টেলিফটো ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। প্রত্যেক ক্যামেরাতেই ১০৮০ পি ৩০৮/৬০/২৪০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। উভয় ক্যামেরাতেই থাকবে প্যানোরামা, পোরট্রেইট, এইচ ডি আর, গাইরো- ই আই এস, ও আই এস, স্লো মোশন, ৪কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।
স্যামসাং গ্যালাক্সি এস ২২ঃ এই মোবাইলটির সাথে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার ক্যামেরাগুলো হবে ৫০ মেগাপিক্সলের ওয়াইড, ১০ মেগাপিক্সেলের টেলিফটো এবং অপরটি হবে ১২ মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর। সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। এখানে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১০ মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর। উভয় ক্যামেরাতে ১০৮০ পি ৩০/৬০/২৪০ এফ পি এস এর রেকর্ডিং করা যাবে। প্রত্যেক ক্যামেরাতেই থাকবে প্যানোরামা, পোরট্রেইট, এইচ ডি আর, গাইরো- ই আই এস, ও আই এস, স্লো মোশন, ৪কে ভিডিও রেকর্ডিং এর সুবিধা।
এবার আলোচনা করা যাক মূল্য নিয়ে।
ওয়ানপ্লাস ৯ প্রো ৫জিঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮,৯৪৬ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এস ২২ঃ এই মোবাইলটির মূল্য নির্ধারণ করা হয়েছে ৮২,৫১০ টাকা।
এখানে ফোন দুটির মাঝে মূল্যের তারতম্য রয়েছে এবং ফিচারের ও ভিন্যতা বেশ রয়েছে। দুইটি ফোনের ফিচারই দেওয়া হয়েছে অসাধারণ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।