বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং তাদের ভারতীয় ফ্যানদের জন্য কোম্পানির S23 ফ্যান এডিশন ফোনটি নতুনরূপে পেশ করতে পারে। শইং সাইট ফ্লিপকার্টে Samsung Galaxy S23 FE ফোনের টিজার দেখা গেছে। এর আগে অক্টোবর মাসে এই একই পোস্টারের সঙ্গে ফোনটি দেখা গিয়েছিল। ভারতে এই ফোনটি Snapdragon 8 Gen 1 প্রসেসর সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।
নিচে শেয়ার করা ইমেজে দেখা যাচ্ছে ফ্লিপকার্টে Samsung Galaxy S23 FE, Redmi Note 13 Pro+ এবং Vivo X100 সিরিজ লঞ্চ করার তথ্য জানানো হয়েছে। এই পোস্টারের সবকটি ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করা হবে বলে জানানো হয়েছে। এই ফোনগুলি বিগ ইয়ার এন্ড সেলে পেশ করা হবে।
Samsung Galaxy S23 FE এর নতুন পোস্টারে প্রসেসর সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1 চিপসেট থাকতে পারে।
এখন অপেক্ষা কোম্পানির কোনো অফিসিয়াল ঘোষণার, নয়তো বুঝে নিতে হবে ফ্লিপকার্ট বা ব্র্যান্ড ভুল করে এই পোস্টার শেয়ার করেছে। জানিয়ে রাখি এই নতুন ফোনে প্রসেসর ছাড়া সমস্ত স্পেসিফিকেশন আগের মতোই হতে পারে, সেই ডিটেইলস নিচে জানানো হল।
ডিসপ্লে: এই ফোনটিতে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 120 হার্টস রিফ্রেশরেট, 1450 নিটস ব্রাইটনেস, HDR10+ সাপোর্ট করে এবং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে।
প্রসেসর: নতুন স্পেশাল এডিশন ফোনটিতে এক্সিনস 2200 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে এক্সক্লিপ্স 920 জিপিইউ রয়েছে। আশা করা হচ্ছে এবার এই ফোনটি স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর সহ লঞ্চ করা হবে। স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 8GB RAM এর সঙ্গে 128GB এবং 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে 50MP প্রাইমারি, 8MP 3x অপটিক্যাল জুম লেন্স এবং 12MP 123 ডিগ্রী আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। একইভাবে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য পাঞ্চ হোল কাটআউটের মধ্যে 10MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে, যা আগামী দিনে আপডেটও পাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।