২০২০ সালে Samsung Galaxy S20 UIltra এবং Galaxy Note 20 Ultra রিলিজ করা হয়েছিল। সে সময় থেকেই স্যামসাং তাদের স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা শুরু করে। কোরিয়ার একটি নিউজ রিপোর্টে বলা হয়েছে Samsung Galaxy S23 UIltra স্মার্টফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা ইন্সটল করা থাকবে।
ওই নিউজ রিপোর্টে আরও বলা হয় যে, স্যামসাং নিশ্চিত করেছে যে তাদের পরবর্তীতে স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর থাকবে। তবে শুধুমাত্র UIltra ভেরিয়েন্টে এই বিশেষ ফিচার পাওয়া যাবে।
তবে এর আগেও স্যামসাং এর স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করার গুঞ্জন উঠেছিল। তবে স্যামসাং তাদের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ল্যাবে তৈরি করেছে যার নাম দেওয়া হয়েছে HP1। গত বছর এই সেন্সর তৈরি কাজ শেষ করা হয়।
তবে Galaxy S23 UIltra হ্যান্ডসেটে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা থাকলে স্যামসাং যে প্রথমবারের মতো এ ফিচার যোগ করছে সেটা কিন্তু নয়। এর আগে Motorola X30 Pro গত সপ্তাহে চায়নাতে রিলিজ করা হয়। Motorola এই স্মার্টফোন এ ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে।
তবে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোনে ২০০ মেগাপিক্সেল মেইন ক্যামেরা সেন্সর ব্যবহার করলেও পাশাপাশি আরো একাধিক ক্যামেরা সেন্সর উপস্থিত থাকতে পারে। সেই লেন্স টেলিফটো বা আলট্রা ওয়াইড লেন্স হওয়ার সম্ভাবনা রয়েছে।
Galaxy S23 UIltra পরবর্তী বছরের ফেব্রুয়ারি মাসে রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্মার্টফোনটির স্পেসিফিকেশন নিয়ে তেমন বিস্তারিত তথ্য পাওয়া যায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।