আইস ইউনিভার্স তাদের রিপোর্টে জানিয়েছে পরবর্তী বছর Samsung Galaxy S23 Utra আরো আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে আসবে। যেমন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর ও ৫ হাজার মেগাহার্জের ব্যাটারি থাকবে।
প্রসেসর হিসেবে ব্যবহার করা হবে খুবই শক্তিশালী কোয়লকম স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন টু চিপসেট। এই চিপসেটের কর্মদক্ষতা এইট প্লাস জেন ওয়ান প্রসেসর থেকে অনেক বেশি। আরো বেশ কিছু জায়গায় এই প্রসেসর এগিয়ে থাকবে। কাজেই স্মার্টফোনটি আগের ভার্সন থেকে অনেক সেকশনে উন্নতি করবে।
Samsung Galaxy S23 Utra বর্তমান Samsung Galaxy S22 Utra থেকে ক্যামেরা সেকশনে এগিয়ে থাকবে তাতে কোন সন্দেহ নেই। তবে আমেরিকার বাইরের দেশে স্যামসাং সাধারণত স্মার্টফোনে জাইনাস প্রসেসর ব্যবহার করে। কোয়ালকমের প্রসেসর আমেরিকার বাহিরে দিতে চায় না। আশা করা হচ্ছে এবার পুরো বিশ্বব্যাপী S23 Utra স্মার্টফোনে কোয়ালকম স্ল্যাপড্রাগনের প্রসেসর থাকবে।
তবে ৫ হাজার মেগাহার্জের ব্যাটারি ব্যবহার করলে তা আগের ভার্সন থেকে এগিয়ে থাকছে না। তাহলে প্রযুক্তিবিদদের মনে প্রশ্ন থেকে যাবে S22 Utra এর মত ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারি থাকবে কিনা। কাস্টোমাররা আশা করছেন সামনের বছর হতে স্মার্টফোনটির চার্জিং স্পিড আরো বেশি থাকবে।
সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে ২০০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরা থাকার খুবই সম্ভাবনা রয়েছে। পিক্সেল সাইজ হবে ০.৬ মাইক্রো মিটার। এপাচার কত হবে সেটা এখনো স্পষ্ট নয়।
S23 Utra স্মার্টফোনটির ক্যামেরা সেন্সর হবে ISOCELL HP2। এই সেন্সটি সাধারণ ০.৬ মাইক্রোমিটার হয়ে থাকে। তবে সেলফি ক্যামরায় বড় কোন পরিবর্তন আসবে কিনা সেটা এখনো নিশ্চিত নয়। ক্যামেরা বাম্প আরো ছোট হলেই সুবিধা হবে। ডিজাইন এবং ডিসপ্লে নিয়ে আরো তথ্য সামনে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।