৬৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে বাজার কাঁপানো স্যামসাংয়ের এই স্মার্টফোন

Samsung Galaxy S23 Ultra

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর ওপর পাওয়া যাচ্ছে ব্যাপক ছাড়। যারা বাজেটের জন্য এই ফোন কেনার থেকে পিছিয়ে এসেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ। অনলাইন মাধ্যমে পাওয়া যাচ্ছে দারুণ ছাড়ের সুবিধা।

Samsung Galaxy S23 Ultra

স্যামসাং গ্যালাক্সি এস২৩ আল্ট্রা-এর মূল আকর্ষণ হল ক্যামেরা। এই ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা। এই মোবাইলে আপনি ১২০ হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট সহ কার্ভড ৬.৮ ইঞ্চি ২এক্স ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন।

নিরাপত্তার জন্য এতে রয়েছে আল্ট্রাসনিক ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। একই সঙ্গে ডিসপ্লের সুরক্ষার জন্য দেওয়া হয়েছে গরিলা গ্লাস ভিক্টাস ২ প্রোটেকশন। এ ছাড়া এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটও দেওয়া হয়েছে।

হ্যান্ডসেটটি তিনটি ভ্যারিয়েন্টে (৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ, ১২ জিবি RAM + ৫১২ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‌্যাম+ ১ টিবি স্টোরেজ) পাওয়া যাবে। ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি দিচ্ছে কোম্পানি।

ফটোগ্রাফির জন্য থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। এছাড়াও থাকছে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, ১০ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ১০ মেগাপিক্সেলের পেরিস্কোপ জুম ক্যামেরা। এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে কাজ করে।

২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১,২৪,৯৯০ টাকা। যা আপনি অ্যামাজন ওয়েবসাইট থেকে কিনতে পারবেন। একই সঙ্গে ব্যাঙ্ক অফারের আওতায় এইচডিএফসি ব্যাঙ্ক কার্ড থেকে ৩,০০০ টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

মেয়েদের কোন জিনিস ধুলেও পরিষ্কার হয় না? ৯৯% মানুষ ভুল উত্তর দেন

এ ছাড়া আপনাকে ৬৫,৯৪০ টাকার এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। আপনার পুরানো হ্যান্ডসেটের অবস্থা ভাল হলে এবং লেটেস্ট মডেলটি হলেই আপনি এই ছাড় পাবেন। যদিও সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ৫৯,৮৮০ টাকা ছাড় দেওয়া হয়।