বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Samsung ‘FE‘ বা Fan Edition এমন একটি স্মার্টফোন সেগমেন্ট যা কোম্পানির ফ্ল্যাগশিপ Galaxy S series এর ফোন কম দামে ইউজারদের ব্যাবহারের সুযোগ দেয়। এই ফ্যান এডিশন একপ্রকার প্রিমিয়াম ‘এস’ সিরিজের লাইট ভার্সন, যা লুক, ডিজাইন, ফিচার এবং স্পেসিফিকেশন সবদিক থেকেই অসাধারণ, একই সঙ্গে অন্যান্য দামি ফোনগুলির চেয়ে কিছুটা সস্তা হয়ে থাকে। গতবছর Samsung Galaxy S23 FE ফোনটি এসেছিল আর এবার Samsung Galaxy S24 FE ফোনটি লঞ্চ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।
Samsung Galaxy S24 FE এর লঞ্চ টাইমলাইন
কোম্পানি এই গ্রীষ্মের মরশুমেই Samsung Galaxy S24 FE ফোনটি লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে Samsung Unpacked event আয়োজন করা হবে। এই ইভেন্টের মঞ্চ থেকেই Samsung S24 FE ফোনটি পেশ করা হতে পারে। সাধারণত কোম্পানি এই ফোনটি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে পেশ করে থাকে। তাই ফোনটি যদি সত্যি জুলাই মাসে লঞ্চ করা হয় তবে কোম্পানির ফ্যানরা খুশিই হবেন।
Samsung Galaxy S24 FE এর স্পেসিফিকেশন (লিক)
স্যামসাঙ গ্যালাক্সি এস24 এফই স্মার্টফোনে Snapdragon 8 Gen 3 চিপসেট সহ লঞ্চ করা হতে পারে। তবে ভারতীয় বাজারে এই ফোনটি Exynos 2400 চিপসেট সহ পেশ করা হতে পারে। এই ফোনে 12GB LPDDR5X RAM এবং 256GB UFS 4.0 Storage যোগ করা হতে পারে। লিক অনুযায়ী এই ফোনে 6.1 ইঞ্চির AMOLED ডিসপ্লে এবং পাওয়ার ব্যাকআপের জন্য 4,500mAh Battery সাপোর্ট দেওয়া হতে পারে।
Samsung Galaxy S23 FE এর দাম
Samsung Galaxy S23 FE ফোনটি দুটি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটি বেস মডেল 8GB RAM + 128GB Storage এর দাম 54,999 টাকা এবং বড়ো মডেল 8GB RAM + 256GB Storage এর দাম 59,999 টাকা রাখা হয়েছিল। Galaxy S23 FE ফোনটি Mint, Graphite এবং Purple কালার অপশনে সেল করা হয়েছিল।
Samsung Galaxy S23 FE এর স্পেসিফিকেশন
6.4″ 120Hz Dynamic AMOLED 2x Display
Samsung Exynos 2200
50MP + 12MP + 8MP Camera
10MP Selfie Camera
25W 4,500mAh Battery
ডিসপ্লে: এই ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.3 ইঞ্চির ফুলএচডি + ডায়নামিক অ্যামোলেড 2এক্স ডিসপ্লে সহ লঞ্চ করা হয়েছিল। এতে পাঞ্চ-হোল স্ক্রিন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 120 রিফ্রেশ রেট এবং 1450 নিটস ব্রাইটনেস সাপোর্ট দেওয়া হয়েছে।
প্রসেসর: এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং ওয়ানইউআই সাপোর্ট করে। প্রসেসিঙের জন্য এতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.8 গিগাহার্টজ ক্লক স্পীডযুক্ত এক্সিনস 2200 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। স্যামসাঙ এই ফোনটি 5 বছর সিকিউরিটি আপডেট সহ লঞ্চ করেছে।
ক্যামেরা: Samsung Galaxy S23 FE ফোন ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এফ/1.8 অ্যাপচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, এফ/2.2 অ্যাপচার সহ 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এঙ্গেল লেন্স এবং 3x Optical Zoom সহ 8 মেগাপিক্সেল টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy S23 FE স্মার্টফোন এফ/2.4 অ্যাপচারযুক্ত 10 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা সাপোর্ট করে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের Samsung Galaxy S23 FE ফোনে 4,500এমএএচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই পাওয়ারফুল ব্যাটারি দ্রুত চার্জিঙের জন্য এতে 25 ওয়াড ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে। আবার এই ফোনে ফাস্ট ওয়্যারলেস চার্জিং ফিচার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।