বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম টেক কোম্পানি স্যামসাং আগামী ২০২৪ সালে তাদের নাম্বার সিরিজের পরিধি বাড়াতে চলেছে। কোম্পানির এই গ্যালাক্সি এস২৪ সিরিজের অধীনে Samsung Galaxy S24, Samsung Galaxy S24 Plus এবং Samsung Galaxy S24 Ultra নামের তিনটি ফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।
জানিয়ে এই ফোনগুলিতে দুই ধরনের প্রসেসর ব্যাবহার করা হতে পারে। এই বিষয়ে অন্যতম চিপসেট কোম্পানি কোয়ালকমের সিইও মুখ খুলেছেন। এই পোস্টে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল।
কোয়ালকমের সিইও Cristiano Amon এর বক্তব্য অনুযায়ী ব্র্যান্ডের এস24 সিরিজ লঞ্চের পর বাজারের একটি বেশ বড় অংশে কব্জা করবে বলে মনে করা হচ্ছে।
এই সিরিজের ফোনে স্ন্যাপড্রাগন 8 জেন 3 এবং এক্সিনস 2400 চিপসেট থাকবে বলে প্রায় কনফার্ম। রিপোর্ট অনুযায়ী গ্যালাক্সি এস24 আলট্রা ফোনটি গ্লোবাল মার্কেটে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে।
অন্যদিকে গ্যালাক্সি S24 এবং S24 প্লাসের উত্তর আমেরিকার মডেলে স্ন্যাপড্রাগন প্রসেসর এবং অন্যান্য মার্কেটে Exynos প্রসেসর দেওয়া হতে পারে।
ডিজাইন: গ্যালাক্সি এস24 এবং গ্যালাক্সি এস24+ ফোনে ফ্ল্যাট এজ দেওয়া হতে পারে। তবে গ্যালাক্সি এস24 আলট্রা ফোনে কার্ভ এজ থাকতে পারে। এই তিনটি ফোনেই টাইটেনিয়াম ফ্রেম দেওয়া হতে পারে।
ডিসপ্লে: গ্যালাক্সি এস24 ফোনে 6.2 ইঞ্চি, গ্যালাক্সি এস24 প্লাস ফোনে 6.7 ইঞ্চি এবং গ্যালাক্সি এস24 আলট্রাতে 6.8 ইঞ্চি এমোলেড স্ক্রিন দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। এর মধ্যে আলট্রা মডেলে 2,200 নিটস পর্যন্ত পীক ব্রাইটনেস পাওয়া যেতে পারে।
প্রসেসর: Samsung Galaxy S24 এবং Samsung Galaxy S24 Plus ফোন Exynos 2400 চিপসেটের সঙ্গে পেশ করা হতে পারে। অন্যদিকে আলট্রা মডেলটিতে সম্প্রতি লঞ্চ করা স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর দেওয়া হতে পারে।
ক্যামেরা: গ্যালাক্সি এস24 আলট্রাতে 200 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 50 মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং 10 মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স থাকবে বলে আশা করা হয়েছে। তবে সিরিজের প্লাস এবং ভ্যানিলা মডেলে 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। সেলফি এবং ভিডিও কলের জন্য এই সিরিজের তিনটি ফোনেই 12MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হবে।
ব্যাটারি: গ্যালাক্সি এস24 ফোনে 4,900mAh ব্যাটারি সহ 25W চার্জিং দেওয়া হতে পারে। তবে গ্যালাক্সি এস24 প্লাসে 4,900mAh এবং আলট্রাতে 5,000mAh সহ 45W চার্জিং সাপোর্ট করতে পারে। ওএস: এই সবকটি প্রিমিয়াম ফোন অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং OneUI 6 এ কাজ করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।