বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা স্মার্টফোনাের মধ্যে কোন কোন ফিচার রয়েছে সকল তথ্য আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব- স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা মোবাইলে যা রয়েছে তা একঝলকে দেখা যাক :
২০২৪ সালের প্রথম সপ্তাহে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা লঞ্চ হবে। এর আগের ভার্সন স্যামসাং গ্যালাক্সি এস ২৩ এর সাকসেসর হবে এটি। এই ফোনে ৪৮মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকবে এবং ৫ এক্স জুম থাকবে।
অন্যান্য সিরিজের মত স্যামসাং গ্যালাক্সি এস২৪ স্মার্টফোন লঞ্চের সময় স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাসও লঞ্চ হবে। প্রথমে শুনা গিয়েছিল যে এতে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং ১০ এক্স জুম থাকবে। কিন্তু পরে নিশ্চিত হওয়া গেছে যে এতে ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর এবং ৫এক্স জুম থাকবে।
এই স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনে ২০০ মেগাপিক্সেলের একটি অ্যান্ড্রয়েড ১৪ এবং ONE UI 6-এর সাপোর্ট থাকবে। এই আলট্রা ফোনে একটি ৬.৮ইঞ্চির QHD+DYNAMIC AMOLED LTPO ডিসপ্লে থাকবে। এছাড়াও ৫০০০ এম এ এইচ ব্যাটারি থাকবে। এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব Exynos 2400 SoC অথবা কোয়ালকম এর স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা মূল্য : বাংলাদেশী প্রায় ১ লাখ ২২ হাজার টাকার মত হবে বলে ধারণা করা হচ্ছে, তবে এখনো বাংলাদেশের মার্কেটে না আসায় এর দাম পুরো বলা যাচ্ছে না যখনি আমরা সঠিক তথ্য জানতে পারবো আমরা এই পোস্টটিতে নির্ধারিত দামটি জানিয়ে দিব।
দুবাই থেকে শিখে শুরু করেন জমি ছাড়াই চাষবাস, এখন বছরে আয় ৭০ লাখ টাকা
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা অত্যন্ত ফিচার সংবলিত একটি ফোন। এর বাজার মূল্য বাংলাদেশী টাকায় ২ লক্ষ ২০ হাজার টাকা। এর ১২ জিবি এবং রোম ২৫৬ জিবি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।