বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Galaxy S24 Ultra বাজারের অন্যতম সেরা ফ্ল্যাগশিপ ফোন হলেও, এর অন্যতম বড় শক্তি—ডিসপ্লে—নিয়ে ব্যবহারকারীদের কিছু গুরুতর অভিযোগ উঠেছে।
Samsung Galaxy S24 Ultra এর অ্যান্টি-রিফ্লেক্টিভ লেপ ক্ষয়প্রাপ্ত হচ্ছে?
Galaxy S24 Ultra-এর ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস আর্মার এবং অ্যান্টি-রিফ্লেক্টিভ লেপ, যা স্ক্র্যাচ প্রতিরোধের পাশাপাশি আলো প্রতিফলন কমিয়ে দৃশ্যমানতা উন্নত করে। তবে কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন, ফোনের স্ক্রিনের অ্যান্টি-রিফ্লেক্টিভ লেপ কিছু অংশে উঠে যাচ্ছে, বিশেষ করে প্রান্তের দিকে যেখানে বেশি স্পর্শ করা হয়।
Samsung Galaxy S24 Ultra এর ব্যবহারকারীদের অভিজ্ঞতা
সোশ্যাল মিডিয়ায় এক ব্যবহারকারী X-এ (টুইটার) তার Galaxy S24 Ultra-এর স্ক্রিনের ছবিসহ পোস্ট করে জানান, ফোনটি রুক্ষ ব্যবহার ছাড়াই অ্যান্টি-রিফ্লেক্টিভ লেপ উঠে গিয়ে খসখসে হয়ে গেছে। অনেকে একই ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কথা বলেছেন।
Xiaomi SU7: শাওমির প্রথম বৈদ্যুতিক গাড়ি, রইল ডিজাইন, ফিচার ও দাম
স্যামসাংয়ের প্রতিক্রিয়া এখনো আসেনি
স্যামসাং এখনো আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তাদের ওয়েবসাইটে পর্দা পরিষ্কারের জন্য নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে এবং কঠোর ক্লিনার এড়িয়ে চলতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।