বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : অবশেষে লঞ্চ হলো বহুল প্রতীক্ষিত স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ। গতকাল ১৮ জানুয়ারি আমেরিকার ক্যালিফোর্নিয়ার এসএপি সেন্টারে স্যামসাং গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টে তিনটি সেরা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করে স্যামসাং। ফোন তিনটি হলো– স্যামসাং গ্যালাক্সি এস২৪, স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজের ফোনগুলো এখনো বিশ্বের সব দেশে আসেনি। এদিকে অধিকাংশ দেশের বাজার কাঁপাচ্ছে আইফোন ১৫ সিরিজ। এখন অনেকের মনে প্রশ্ন, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ও আইফোন ১৫ প্রো ম্যাক্সের মধ্যে কোনটি বেশি ভালো। কোনটি কেনা ঠিক হবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রাতে রয়েছে একটি ৬ দশমিক ৮ ইঞ্চি কিউএইচডি+ ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। স্ক্রিনে ২৬০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা সাপোর্ট করে। এবার কোম্পানি আল্ট্রাতে ফ্ল্যাট ডিসপ্লে, স্লিম বেজেল এবং টাইটানিয়াম বডি ব্যবহার করেছে। ফলে ফোনটি একইসঙ্গে হালকা এবং শক্তিশালী হবে। ফটোগ্রাফির জন্য আদর্শ এই মডেলটিতে একটি কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে, যার মধ্যে একটি ২০০ মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা, একটি ৫০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, আরেকটি ১২ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ১০ মেগাপিক্সেলের অন্য একটি ক্যামেরা রয়েছে। এতে ১২ জিবি র্যামের সঙ্গে ২৫৬জিবি, ৫১২জিবি এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট।
আইফোন ১৫ প্রো ম্যাক্স
গত সেপ্টেম্বরে লঞ্চের পর থেকে আইফোন ১৫ প্রো ম্যাক্স বাজার কাঁপাচ্ছে। মডেলটিতে একটি ৬ দশমিক ৭ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ডিসপ্লে রয়েছে। এই ফোনে রয়েছে অ্যাপলের এ১৭ প্রো চিপসেট। এ ছাড়া ফ্রেমে স্টেইনলেস স্টিলের বদলে আছে টাইটানিয়াম চেসিস। ফটোগ্রাফির জন্য এটিতে একটি ৪৮ মেগাপিক্সেল প্রধান ক্যামেরা রয়েছে। অ্যাপলের এই মডেলটিতে ফোর–কে ভিডিও রেকর্ডিং সুবিধাও পাওয়া যায়। এতে সিগনেচার আইকনিক সাইলেন্ট সুইচের বদলে যুক্ত করা হয়েছে অ্যাকশন বাটন। অ্যাকশন বাটনের সহায়তায় ক্যামেরা চালু করা, ফ্ল্যাশলাইট জ্বালানো, ভয়েস রেকর্ডিং, নোট লেখা, ফোকাস মোডে যাওয়া এবং পছন্দমতো শর্টকাট সাজিয়ে নেওয়ার কাজ করা যায়।
সামগ্রিকভাবে বলা যায়, দুটি মডেলই তাদের নিজেদের মধ্যে বিশেষ। ক্যামেরার দিক থেকে স্যামসাং আইফোনের তুলনায় কিছুটা ভালো। তবে আপনি কোনটি কিনবেন সে সিদ্ধান্ত নিতে হবে ফিচার দেখে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।