বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : টেক জগতে স্যামসাঙ সম্পর্কে কানাঘুষো চলছে কোম্পানি অ্যাপেলের আপকামিং আইফোনকে টক্কর দেওয়ার জন্য Samsung Galaxy S25 Slim ফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। আমরা এই পোস্টে স্যামসাঙের স্লিম ফোনের লঞ্চ টাইমলাইন, প্রসেসর এবং থিকনেস মতো বেশ কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং Samsung Galaxy S25 Slim ফোনের প্রকাশ্যে আসা ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy S25 Slim এর লঞ্চ টাইমলাইন (লিক)
টিপস্টার দেবায়ন রায় এর বক্তব্য অনুযায়ী 2025 সালের দ্বিতীয় কোয়ার্টারে Samsung Galaxy S25 Slim ফোনটি (SM-S937x/DS) মডেল নাম্বার সহ লঞ্চ করা হতে পারে। অর্থাৎ জানুয়ারি মাসে এই ফোনটি গ্যালাক্সি এস25 ফোনের সঙ্গে লঞ্চ করা হবে না। টিপস্টার আইস ইউনিভার্স এই সম্পর্কে জানিয়েছে।
টিপস্টার রায় এর বক্তব্য অনুযায়ী কোম্পানির স্লিম ফোনটি গ্যালাক্সি এ এবং গ্যালাক্সি এফই সিরিজের সঙ্গে লঞ্চ করা হতে পারে। তবে 2024 সালের সেপ্টেম্বর মাসের তৃতীয় কোয়ার্টারে গ্যালাক্সি এস24 এফই এবং মার্চ মাসের প্রথম কোয়ার্টারে গ্যালাক্সি এ55 ফোনটি লঞ্চ করা হয়েছিল। অর্থাৎ আগামী বছর কোম্পানির পক্ষ থেকে এই সমস্ত সিরিজের জন্য আলাদা লঞ্চ টাইমলাইন ঠিক করা হতে পারে।
Samsung Galaxy S25 Slim এর সম্ভাব্য স্পেসিফিকেশন
থিকনেস: টিপস্টার আইস ইউনিভার্স এর বক্তব্য অনুযায়ী আপকামিং স্যামসাঙ ফোনের থিকনেস প্রায় 6 মিমি হতে পারে। আগের মডেল গ্যালাক্সি এস24 ফোনের থিকনেস 7.6 মিমি ছিল। অন্যদিকে iPhone 17 Air ফোনের থিকনেস প্রায় 6.25 মিমি হবে বলে শোনা যাচ্ছে।
ব্যাটারি: ফোনটির স্লিম ডিজাইন দেখে ফোনটির ব্যাটারি সেগমেন্ট সম্পর্কে প্রশ্ন ওঠে। আপকামিং ফোনটিতে 4,700 থেকে 5,000mAh সাইজের ব্যাটারি থাকতে পারে বলে জানা গেছে। এই ধরনের স্লিম ফোনের ক্ষেত্রে এটি যথেষ্ট শক্তিশালী। গ্যালাক্সি এস24 ফোনে 4,000mAh ব্যাটারি দেওয়া হয়েছিল। স্যামসাঙ ওয়ানপ্লাস এস 3 প্রো ফোনে থাকা সিলিকন কার্বন অ্যানোড ব্যাটারির মতো একইরকম ফিচার ব্যাবহার করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
কমে গেল Moto Edge 50 Pro স্মার্টফোনের দাম, থাকছে দুর্দান্ত যত ফিচার
ডিসপ্লে: S25 স্লিম ফোনটিতে অত্যন্ত পাতলা 6.66 ইঞ্চির স্ক্রিন দেওয়া হতে পারে।
ক্যামেরা: ফোনের রেয়ার প্যানেলে 200MP HP5 প্রাইমারি ক্যামেরা, 50MP JN5 আল্ট্রা ওয়াইড লেন্স এবং 50MP JN5 3.5x টেলিফটো লেন্স দেওয়া হতে পারে।
প্রসেসর: আপকামিং স্যামসাঙ ফোনে স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসর দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।