বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : পরের বছর স্যামসাং তাদের শক্তিশালী ফ্ল্যাগশিপ Galaxy S25 Ultra স্মার্টফোন পেশ করতে পারে। এই ফোনটি সম্পর্কে ক্রমাগত তথ্য প্রকাশ্যে আসছে। সম্প্রতি 3সি সার্টিফিকেশন সাইটে ফোনটি লিস্টেড হয়েছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনটির ব্যাটারি সম্পর্কে জানা গেছে। তবে অন্যান্য লিকের মাধ্যমে Samsung Galaxy S25 সিরিজের নাম পরিবর্তন হবে বলে জানানো হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনটি সম্পর্কে।
Samsung Galaxy S25 Ultra এর 3সি লিস্টিং : আমরা চীনের 3সি সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy S25 Ultra ফোনটি স্পট করেছি। সার্টিফিকেশন সাইটে ফোনটি 4,885mAh ব্যাটারি সহ দেখা গেছে। এই ফোনটি 5,000mAh সাইজ ব্যাটারি সহ লঞ্চ করা হতে পারে।
জানিয়ে রাখি এই ব্যাটারি আগের Samsung Galaxy S24 Ultra মডেলে দেওয়া হয়েছিল। অর্থাৎ আপকামিং Samsung Galaxy S25 Ultra ফোনটিতে একই রকম ব্যাটারি দেওয়া হতে পারে। Samsung Galaxy S25 Ultra ফোনটিতে Samsung Galaxy S24 Ultra মডেলের মতোই 45W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হবে বলে জানা গেছে।
জানিয়ে রাখি এই তথ্য সঠিক হলে আপকামিং ফোনটি চার্জিং এবং ব্যাটারির দিক দিয়ে আগের মডেলের মতোই হতে চলেছে। এই ফোনটি সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য লঞ্চের অপেক্ষা করতে হবে।
পরিবর্তন হতে পারে Galaxy S25 সিরিজের নাম : Samsung Galaxy S25 সিরিজের নাম পরিবর্তন করা হতে পারে বলে শোনা গেছে। টিপস্টার যোগেশ ব্রার বক্তব্য অনুযায়ী Samsung Galaxy S25 Ultra সিরিজের নাম পরিবর্তন করে ‘নোট’ রাখা হতে পারে। তবে গ্যলাক্সি এস25 প্লাস পরিবর্তন হয়ে ‘প্রো’ নাম রাখা হতে পারে। তবে এই নাম পরিবর্তনের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়াল ঘোষণা পরই এই তথ্য সঠিক কি না তা জানা যাবে।
আলাদা হতে পারে ডিজাইন : Samsung Galaxy S25 Ultra ফোনটির ডিজাইন পরিবর্তন করা হতে পারে। এই আপকামিং ফোনটির এজ রাউন্ড হতে পারে বলে আশা করা হচ্ছে। ফোনটির থিকনেস 8.4 মিমি রাখা হতে পারে। আপকামিং ফোনটি এখনও পর্যন্ত সবচেয়ে পাতলা ফোন হতে পারে বলে মনে করা হচ্ছে।
Samsung Galaxy S25 Ultra এর সম্ভাব্য স্পেসিফিকেশন : রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy S25 Ultra স্মার্টফোনটিতে 50MP টেলিফটো এবং আলট্রাওয়াইড লেন্স সহ 200MP প্রাইমারি সেন্সর দেওয়া হতে পারে।
প্রসেসিঙের জন্য Exynos 2500 বা Snapdragon 8 Gen 4 প্রসেসর দেওয়া হতে পারে। আপকামিং ফোনটি ওয়ান UI 7.1 কাস্টমাইজেশন এবং Android 15 সহ লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে সাত বছরের OS আপডেট এবং বিভিন্ন AI ফিচার দেওয়া হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।