বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাং প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপ সিরিজে প্রযুক্তির নতুন চমক নিয়ে আসে। ২০২৫ সালে Galaxy S25 সিরিজের সবচেয়ে প্রিমিয়াম মডেল Galaxy S25 Ultra নিয়ে ব্যবহারকারীদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তবে ফোনটি বাজারে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক।
চারটি রঙে বাজারে এসেছে Galaxy S25 Ultra—Titanium Silver Blue, Titanium Grey, Titanium Black এবং Titanium White Silver। যদিও নাম শুনে মনে হতে পারে দারুণ বৈচিত্র্য রয়েছে, বাস্তবে রঙগুলো অনেকটাই ম্লান এবং কাছাকাছি রকমের। অনেক ব্যবহারকারী বলছেন, হাতে নিয়ে বুঝতেই কষ্ট হচ্ছে কোনটা কোন রঙ।
সোশ্যাল মিডিয়ায় অনেক ক্রেতাই প্রশ্ন তুলেছেন—“এত দামি ফোন কিনে যদি রঙেই বিশেষত্ব না থাকে, তাহলে আলাদা করে Ultra কেনার মানে কী?”
কেউ কেউ আরও মন্তব্য করেছেন, “রঙের দিক থেকে এই ফোন একঘেয়ে, আর সেটা Galaxy S20 Ultra বা Galaxy Z Flip 4-এর মতো মডেলের তুলনায় অনেকটাই পিছিয়ে।”
স্যামসাংয়ের পুরনো ফ্ল্যাগশিপ মডেলগুলিতে Mystic Bronze, Bora Purple-এর মতো অনন্য রঙ থাকত, যা একধরনের ব্র্যান্ড পরিচয় তৈরি করত। সেই পরিচিত রঙের অভাব এবার স্পষ্টভাবে চোখে পড়েছে।
এই সিরিজের অন্যান্য দুটি মডেল—Galaxy S25 এবং Galaxy S25 Plus—তুলনায় অনেক বেশি উজ্জ্বল এবং জীবন্ত রঙে পাওয়া যাচ্ছে। যেমন: Blue, Peach, Lilac, Green ইত্যাদি বিকল্পে এই মডেলগুলো পাওয়া যাচ্ছে। ফলে যারা প্রিমিয়াম মডেল কিনেছেন, তারা নিজেদের যেন বঞ্চিত মনে করছেন। অনেকেই মনে করছেন, Galaxy S25 Ultra রঙের ক্ষেত্রে সাহস দেখাতে পারত, কিন্তু সেটা হয়নি।
এতদিন ধরে স্যামসাং নিজেই তাদের “Hello Colors” প্রচারে রঙের বৈচিত্র্য তুলে ধরেছে। কিন্তু এবার সেই পরিচিত কনফিডেন্সই যেন হারিয়ে ফেলেছে ব্র্যান্ডটি। অনেকে বলছেন, “Ultra মানেই ছিল দারুণ ডিজাইন, প্রিমিয়াম ফিনিশ এবং আকর্ষণীয় রঙ। কিন্তু এবার সে জায়গায় তারা পিছিয়ে গেছে।”
Galaxy S25+ বনাম Galaxy S25: দুটি ফোনের মধ্যে বড় ৬টি পার্থক্য
Galaxy S25 Ultra নিঃসন্দেহে একটি টেকনোলজিক্যাল পাওয়ারহাউস। তবে শুধুমাত্র স্পেসিফিকেশন নয়, বর্তমান ব্যবহারকারীরা ডিজাইন ও ভিজ্যুয়াল এক্সপ্রেশনকেও গুরুত্ব দেন—আর সেটাই অনেকের মতে এই মডেলে অনুপস্থিত। স্যামসাং ভবিষ্যতে এই ফিডব্যাকের গুরুত্ব দেবে কি না, তা সময়ই বলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।