বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টটি হতে এখনও তিন সপ্তাহ বাকি। কোম্পানিটির এ আয়োজনে ‘গ্যালাক্সি এস২৫ আল্ট্রা’ সিরিজের ডিভাইস উন্মোচনের কথা থাকলেও এরইমধ্যে ফাঁস হয়েছে এর ছবি।
এ ছবি এক্স পোস্টে উন্মোচন করেছে টিপস্টার ‘জুকানলোস্রিভ’। তবে এই ছবি ফাঁসের পেছনে তিনি কৃতিত্ব দিয়েছেন আরেক ফাঁসকারী ‘আইস ইউনিভার্সকে’। ছবিতে দেখা মিলেছে ‘গ্যালাক্সি এস২৫ আল্ট্রা’ ডিভাইসের অতি পাতলা বেজল, ডিজিটাল ট্রেন্ডসের ভাষায় ওই বেজল না কি ‘রেজর শার্প’!
ছবিতে ‘গ্যালাক্সি এস২৫ আল্ট্রা’র ডান দিক ও এর পাশে এবং কোণের দিকে সরু বেজল দেখা গেছে। ধারণা করা হচ্ছে, ছবিটি নেওয়া হয়েছে কোনো বড় আকারের ছবি থেকে ক্রপ করে, ফলে অস্পষ্ট হয়ে উঠেছে ডিভাইসের আশপাশের কিছু অংশ।
‘গ্যালাক্সি এস২৫ আল্ট্রা’র ফাঁস হওয়া শেষ বিভিন্ন ছবির সঙ্গে মিল রয়েছে সম্প্রতি ফাঁসকৃত এসব ছবির, যেখানে ফোনের অনেক পাতলা বেজল দেখা গেছে।
ডিভাইসটির বেজলের সঠিক মাপ এখনও জানা না গেলেও ‘জুকানলোস্রেভ’-এর ছবিটি আগের বিভিন্ন ছবির চেয়ে স্পষ্ট এবং বেজল কোথায় শুরু ও শেষ হয় তা দেখাকে সহজ করে তুলেছে বলে প্রতিবেদনে লিখেছে ডিজিটাল ট্রেন্ডস।
এই ঘটনা সত্য হলে ডিভাইসের পূর্বসুরী মডেলের চেয়ে ‘এস২৫ আল্ট্রা’র কোণগুলো ‘রাউন্ডেড’ বা গোলাকার হবে। তবে অন্যান্য নকশার বিবরণ তুলনামূলকভাবে একই রকম বলে দেখা গেছে ফাঁসকৃত ছবিতে।
‘গ্যালাক্সি এস২৫আল্ট্রা’য় কী কী ফিচার ও নকশা থাকতে পারে সে সম্পর্কে এরইমধ্যে খানিকটা জানা গেছে। তবে স্যামসাংয়ের গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্টেই সেগুলোর নিশ্চয়তা মিলবে।
গ্যালাক্সি আনপ্যাকড ইভেন্ট ২২ জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।