বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Samsung Galaxy S25 Ultra স্মার্টফোন লঞ্চ হতে এখনও অনেকটা সময় রয়েছে। কোম্পানি তরফে এখন আপকামিং স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের কোনো লঞ্চ তারিখ প্রকাশ করা হয়েনি। তবে লঞ্চের আগেই অনলাইনে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোন সম্পর্কিত একাধিক লিক দেখা যাচ্ছে।
কোম্পানি আগের মডেল Samsung Galaxy S24 Ultra এর তুলনায় অনেকটা আলাদা হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা। আসুন জেনে নেওয়া যাক ডিজাইন এর দিক থেকে দুটি ফোন কতটা আলাদা হবে।
স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা সম্পর্কে অনলাইনে একাধিক লিক প্রকাশ হচ্ছে। টিপস্টার এর তরফে ফোনের স্পেক্স এবং ডিজাইন সম্পর্কে জানানো হয়েছে। এই লিক থেকে জানা গেছে যে লেটেস্ট স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনে কী আলাদা থাকবে।
টিপস্টার Ice Universe এর তরফে X (টুইটার) সাইটে একটি পোস্ট করা হয়েছে, যা স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের মতো দেখতে লাগছে। তবে পাশাপাশি, স্যামসাং গ্যালাক্সি এস24 আল্ট্রা ফোনও দেখা যাচ্ছে। এখানে এই দুটি ফোনের ডিজাইনের তুলনা করা হচ্ছে।
ডিজাইনের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি আগের গ্যালাক্সি এস24 আল্ট্রা এর তুলনায় পাতলা এবং হালকা হবে। দুটি ফোনের তুলনা করল দেখা যাচ্ছে যে আপকামিং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনটি ফ্ল্যাট এবং রাউন্ড বক্সি কর্নার সহ আসতে পারে। এছাড়া ফোনের ধারগুলি খুবই স্লিম দেখা যাচ্ছে।
স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা ফোনের স্পেসিফিকেশন কী থাকবে : গ্যালাক্সি এস25 আল্ট্রা স্মার্টফোনে আপকামিং Snapdragon 8 Gen 4 প্রসেসর হতে পারে। পারফরম্যান্সের ক্ষেত্রে ফোনটি দ্রুত কাজ করবে। আপকামিং এস25 আল্ট্রা ফোনটি 6.8-ইঞ্চি সহ আসতে পারে বলে আশা করা হচ্ছে।
দুর্দান্ত ফিচারের সঙ্গে কমমূল্যে পাওয়া যাচ্ছে Motorola razr 50 ultra স্মার্টফোন
ডিজাইন এবং ডিসপ্লের পাশাপাশি নতুন ফোনে আপগ্রেডেড ক্যামেরা থাকবে বলে জানা গেছে। আশা করা হচ্ছে যে স্যামসাং গ্যালাক্সি এস25 আল্ট্রা আগামী বছর জানুয়ারী মাসে লঞ্চ হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।