বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Samsung বিশ্ব জুড়ে তাদের ফোল্ডিং স্মার্টফোনের জন্য বেশ জনপ্রিয়। এখনও পর্যন্ত কোম্পানি তাদের ফ্লিপ এবং দুই বার ফোল্ডিং হওয়া বুক স্টাইল ফোন পেশ করেছিল, কিন্তু এবার তিন বার ফোল্ডেবল ট্রাই ফোল্ড স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনের উপর কাজ চলছে বলে শোনা যাচ্ছে। সম্প্রতি প্রকাশ্যে আসা রিপোর্ট অনুযায়ী স্যামসাঙ 2025 সালে তাদের Galaxy Tri-Fold স্মার্টফোন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই স্মার্টফোনের ডিটেইলস সম্পর্কে।
Samsung Galaxy tri-fold এর ডিটেইলস : ZDNet কোরিয়া রিপোর্ট অনুযায়ী মোবাইল ডিভিশন সহ স্যামসাঙ ইলেকট্রনিক্স আগামী বছরের মধ্যে দুবার ভাঁজ হওয়া ট্রাই ফোল্ড ফোন লঞ্চের লক্ষ্য স্থির করেছে।
রিপোর্টে জানানো হয়েছে ইন্ডাস্ট্রি সোর্সের বক্তব্য অনুযায়ী স্যামসাঙ তাদের ট্রাই ফোল্ড তৈরি শুরু করে দিয়েছে। এছাড়াও ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ করা হতে পারে। তবে এই ফোনটি সম্পর্কে শেষ সিদ্ধান্ত স্যামসাং ইলেকট্রনিক্সের MX (মোবাইল) ডিভিশন নেবে। জানিয়ে রাখি স্যামসাঙ আগেই তাদের ট্রাই-ফোল্ড স্মার্টফোনের পেটেন্ট করিয়ে নিয়েছে এবং প্রোটোটাইপও প্রকাশ্যে এনেছে।
গ্যালাক্সি জেড ফোল্ড 6 এবং গ্যালাক্সি জেড ফ্লিপ 6 ফোনগুলির সেল কমে যাওয়ার জন্য কোম্পানিকে তাদের OLED প্যানেলের সেলেও হ্রাসের মুখোমুখি হতে হচ্ছে। তাই চাহিদা বাড়ানোর জন্য কোম্পানি নতুন প্রোডাক্টের ওপর কাজ করতে পারে। ইন্ডাস্ট্রির সোর্স অনুযায়ী বর্তমান এবং নতুন মডেলের সেলের ক্ষেত্রে পর পর বছরগুলিতে প্রায় 10 শতাংশ পর্যন্ত কমতে থাকতে পারে। তবুও স্যামসাঙ এই বছরের 5 মিলিয়ন ইউনিট শিপমেন্টের তুলনায় আগামী বছর 10 মিলিয়ন ইউনিটের চেয়েও বেশি শিপমেন্ট করবে বলে আশা করছে।
জানিয়ে রাখি এই বছর Huawei বিশ্বের প্রথম ট্রাই ফোল্ড Huawei Mate XT স্মার্টফোন লঞ্চ করেছে। এর আগে Techno তাদের ট্রাই ফোল্ড Tecno Phantom Ultimate 2 ডুয়েল হিঞ্চ সহ স্মার্টফোন পেশ করেছিল। তাই স্যামসাঙ শীঘ্রই এইসব কোম্পানিগুলিকে প্রতিযোগিতা দেবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।