স্যামসাং এবং হুয়াওয়ে প্রথম কোম্পানি যারা ভাঁজ করা যায় এমন স্মার্টফোন বাজারে নিয়ে আসে এবং তারা এখনো পর্যন্ত বাজারে আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। স্যামসাং তাদের কতৃত্ব বজায় রাখার জন্য ফোল্ডেবল স্মার্টফোনের দিকে বিশেষ নজর দিচ্ছে। তারা এ খাতে আরও গবেষণা করছে ও নতুন ফিচার নিয়ে আসার চেষ্টা করছে। স্যামসাং এর নতুন Galaxy Z Fold 4 ভাঁজযুক্ত মোবাইল ফোনের তালিকায় নতুন সংযোজন ও আগের মডেলের উন্নত ভার্সন এটি।
স্যামসাং তাদের S22 Ultra মডেল এ ১০৮ মেগাপিক্সেল এর ক্যামেরা ব্যবহার করেছিলো। এই ক্যামেরার জন্যই মোবাইলটি বাজারে অনেক বিক্রি হয়। স্যামসাং একই সেন্সরের ক্যামেরা Galaxy Z Fold 4 মডেল এ নিয়ে আসার ঘোষণা দিয়েছে। স্মার্টোফোন নির্মাতা কোম্পানিটি তাদের ডিভাইসে ফোল্ডেবল পারফরম্যান্সের দিকে তো গুরুত্ব দিচ্ছেই পাশাপাশি ক্যামেরার বিষয়টিও খেয়াল রেখেছে।
এর আগে Z Fold 3 হ্যান্ডসেট এ ট্রিপল ক্যামেরা এর অপশন রাখে। পাশাপাশি ডিজিটাল জুম, সেকেন্ডারি লেন্স ও ওয়াইড অ্যাঙ্গেল অপশন যোগ করা হয়েছিলো। শুরুতে ভাবা হয়েছিলো নতুন ভার্সনে ক্যামেরা তেমন আপডেট পাবে না। তবে সে ধারণা ভুল। ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা যুক্ত করা হবে।
Z Fold 4 এর ক্যামেরা আপডেট হওয়ায় স্পষ্ট ছবি তুলতে সক্ষম হবে। ছবিতে সব ধরনের সাবজেক্ট পরিষ্কারভাবে বোঝা যাবে। এমনকি অন্ধকারে বা স্বল্প আলোতেও ঝকঝকে ছবি আসবে। পাশাপাশি ২১৬০পি রেজুলেশন সেটাপ এ ভিডিও করতে সক্ষম হবে স্যামসাং এর এই মডেলটি। এই বছরের সেরা ক্যমেরা হ্যান্ডসেটের একটি হতে যাচ্ছে Z Fold 4।
Z Fold 4 ডিভাইসে ডিসপ্লের নিচে সেলফি ক্যামেরা বসানো থাকবে। তবে সবমিলিয়ে ২টি সেলফি ক্যামেরা থাকবে। এর আগের মডেলে ৪ মেগাপিক্সেল এর সেলফি ক্যামেরা সংযুক্ত ছিলো। ঐ হ্যান্ডসেটি আকারে-ওজনে ভারী ছিলো। তবে নতুন মডেল বেশ পাতলা ও ওজনে হালকা হতে যাচ্ছে। Digital Pen ব্যবহার করার ফিচার তো থাকছেই।
ডিভাইসের প্রসেসর হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন এর। পাশাপাশি ৪৫০০ মেগাহার্জ এর শক্তিশালী ব্যাটারিও ব্যবহার করা হবে। তবে এই স্মার্টফোনের দাম শুর হবে ১৮০০ মার্কিন ডলার থেকে। ২০২২ সালের শেষদিকে বাজারে ছাড়ার জন্য প্রস্তুত হচ্ছে স্যামসাং। তবে একেবারের প্রতিযোগিতা বাদে পার পাবে না স্যামসাং। Z Fold 4 এর বিপরীতে অপো, ভিভো ও গুগল তাদের ফোল্ডেবল স্মার্টফোন বাজারে ছাড়বে।
অন্য বিলিয়নিয়ারদের মত যে কারণে দীর্ঘদিন বাঁচতে চান না ইলন মাস্ক
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।