Samsung Galaxy Z Fold 4 এর যেসব আকর্ষণীয় ফিচার ক্রেতাদের প্রলুব্ধ করছে

Samsung Galaxy Z Fold 4

আপনি যদি এন্ড্রয়েড ফোন থেকে বের হয়ে ফোল্ড করা যায় এরকম ফোন বা ভাঁজযুক্ত হ্যান্ডসেট ব্যবহার করতে চান তাহলে রিলিজ হতে যাওয়া samsung galaxy z fold 4 আপনার জন্য সবথেকে বেস্ট অপশন হতে পারে।

Samsung Galaxy Z Fold 4

samsung galaxy z fold 4 স্মার্টফোনটি আগস্ট এর দিকে রিলিজ হতে পারে। এখন থেকেই আগ্রহী ক্রেতাদের মধ্যেই এটি নিয়ে জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কী কী ফিচার থাকবে এবং এন্ড্রয়েড থেকে এটি  কোন কোন ক্ষেত্রে বৈচিত্রতা ধরে রাখবে এসব বিষয় নিয়ে আলোচনা হচ্ছে।

ধারণা করা হচ্ছে যদি আপনি samsung galaxy z fold 4 মডেলের স্মার্টফোনটি হাতে নিয়ে কিছুক্ষণ ব্যবহার করেন তাহলে দামি অ্যান্ড্রয়েড ফোনের প্রতি আপনার আর আগ্রহ থাকবে না। কেননা এ ডিভাইসে ফোর ন্যানোমিটার এর স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসর ব্যবহার করা হবে। পাশাপাশি এটি তেমন গরম হবে না। পাওয়ার সেভ করার জন্য উন্নত টেকনোলজি ব্যবহার করা হয়েছে। কোয়ালকমের আগের ভার্সন থেকে এই প্রসেসরটি অনেক দিক থেকে এগিয়ে আছে।

বর্তমান সময়ে ভালো প্রসেসর থাকার বিষয়টি বেশ গুরুত্ব পাচ্ছে। এতে করে ফোন অনেক বেশি স্মুথ হয়। কার্যক্ষমতা বৃদ্ধি পায়। বেশি চাপে হ্যান্ডসেট গরম হয় না। সমস্যা হচ্ছে samsung galaxy s22 ultra তে যুক্তরাষ্ট্রের বাইরে কোয়ালকমের কোন প্রসেসর ব্যবহার করা হবে না। জাইনাসের প্রসেসর ব্যবহার করা হবে। এজন্য এই হ্যান্ডসেট থেকে galaxy z fold 4 অনেক বেশি বেটার হবে।

কোয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন ওয়ান প্রসেসরটি ফ্ল্যাগশিপ প্রসেসর হিসেবে তার জায়গা ধরে রেখেছে। এজন্য আপনি এটি হাতে নিয়ে সবকিছু খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারবেন। সব ধরনের অ্যাপ্লিকেশন ও গেমস খুব ভালোভাবেই চলবে। কোথাও ল্যাগ থাকবে না। এজন্য অধিকাংশ এন্ড্রয়েড ফোন থেকে samsung এর ভাঁজযুক্ত ডিভাইস অনেক ভালো জায়গায় অবস্থান করবে।

samsung galaxy z4 ডিভাইসটির শক্তিশালী জায়গা হচ্ছে এখানে হিট অনেক কম হবে। কার্যক্ষমতা এবং কর্মদক্ষতা অনেক উন্নত হবে এবং সব কাজ আপনি সুন্দরভাবে কোন সমস্যা ছাড়াই পরিচালনা করতে পারবেন। এই বিষয়টির কারণে এখনো রিলিজ না পেলেও ডিভাইসটির জনপ্রিয়তা বেড়ে চলেছে।

ধারণা করা হচ্ছে এই ডিভাইসটির ব্যাটারি অনেক শক্তিশালী হবে। চার্জ দেওয়া ব্যতীত অনেকক্ষণ ডিভাইসটি ব্যবহার করা যাবে। ক্যামেরা, ৫জি ডাটা কানেকশন, ওয়াইফাই কানেকশন, ডিজাইন, স্পিকার সব দিক থেকে এটি একটি পরিপূর্ণ প্যাকেজ হবে বলে আশা করা হচ্ছে।