Samsung Galaxy Z Fold 4: জনপ্রিয় এই ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে সম্প্রতি যেসব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়

Samsung Galaxy Z Fold 4

samsung galaxy z fold 4 হচ্ছে বাজারে রিলিজ হতে যাওয়া সব থেকে জনপ্রিয় ফোল্ডেবল স্মার্টফোন যার জন্য প্রযুক্তি দুনিয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে।

Samsung Galaxy Z Fold 4

এই স্মার্টফোনে প্রসেসর হিসেবে স্ন্যাপড্রাগন এইট প্লাস জেন ওয়ান চিপসেটটি ব্যবহার করা হয়েছে যা খুবই শক্তিশালী একটি প্রসেসর। র‍্যাম হবে ১২ জিবি এবং স্টোরেজ হবে ৫১২ জিবি। তবে স্যামসাং ১ টেরাবাইট স্টোরেজ নিয়ে কাজ করছে এরকম কিছু শোনা গিয়েছিল।

আমেরিকার বাহিরে samsung এর গ্লোবাল ভার্সনে কোয়ালকম প্রসেসর বাদ দিয়ে জায়নস প্রসেসর ব্যবহার করা হবে। স্মার্ট ফোনটিতে দশ মেগাপিক্সেল টেলিফটো লেন্স থাকবে যা দিয়ে তিনগুণ পর্যন্ত জুম করতে পারবেন। মেইন ক্যামেরা হবে ৫০ মেগাপিক্সেল।

স্মার্টফোনটির ওজন হবে ২৫৪ গ্রাম। ‌ এটির ডিসপ্লের সাইজ হবে ৭.৬ ইঞ্চি। স্ক্রিনের প্যানেল হবে এমোলেড ও রেজুলেশন হবে ২২৬৮ গুণ ৮৩২ পিক্সেল। ১২০ হার্জ রিফ্রেশ রেট এর ফিচার থাকবে। সাথে তাদের জনপ্রিয় স্টাইলিশ পেন তো থাকছেই।

এই স্মার্টফোনটির আগের ভার্সন অর্থাৎ গ্যালাক্সি ফোল্ড থ্রি এর দাম ছিল ১৮০০ ডলার। ‌ এটির দাম ১৫০০ থেকে ১৭০০ ডলারের মাঝামাঝি থাকবে বলে আশা করা হচ্ছে। তবে মার্কেটের সবথেকে জনপ্রিয় স্মার্টফোন হচ্ছে samsung galaxy z fold 4 তাতে কোনো সন্দেহ নেই ‌।

samsung জানায় আগস্টের ১০ তারিখে তারা তাদের স্মার্টফোনটি আনপ্যাক করে দেখাবে এবং স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য দিবে। তবে এখনো পর্যন্ত স্মার্টফোনটির কোন অফিসিয়াল রিলিজ ডেট পাওয়া যায়নি।