বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী মাসে অর্থাৎ চলতি বছরের জুলাই মাসে Samsung Galaxy Z Fold 5 আগামী মাসে দক্ষিণ কোরিয়ার সিওলে Galaxy Z Flip 5 – এর সাথে লঞ্চ করতে চলেছে। চমকের এখানেই শেষ নয় আরো আছে। যতদূর জানা যাচ্ছে তাতে Galaxy Fold 5 আনপ্যাকড ইভেন্টটি আগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার জন্য আলাদাভাবে অনুষ্ঠিত হবে।
ফোল্ডেবল ও ফ্লিপ ফোন লঞ্চের তারিখ সম্পর্কে না জানা গেলেও স্পেসিফিকেশন বিশেষ করে ফিচারস সম্পর্কে অনেক তথ্যই ইতিমধ্যে বাইরে এসেছে। সেটাই তুলে ধরবো আপনাদের সামনে।
নতুন কিছু আপডেট থাকবে। তবে পুরনো বিশেষত্বকে বাদ দেয়নি স্যামসাং। মনে করা হচ্ছে যে ফোল্ডেবল ফোনটি কমবেশি জেড ফোল্ড ৪-এর মতোই হতে পারে, তবে এতে আপডেটেড প্রসেসর এবং কিছু ছোটখাটো পরিবর্তন রাখা হবে। এই যেমন ধরুন কোয়ালকমের কাস্টম-ডেভেলপ করা স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হবে বলে জানা গেছে।
প্রসেসরটিতে একটি ৩.৩৬ গিগাহার্টজে রান করা প্রাইম কোর রয়েছে আর তার সঙ্গে চারটি পারফরম্যান্স কোরকে ২.৮ গিগাহার্টজে ক্লক করা হয়েছে। আপনি জানলে অবাক হবেন যে তিনটি এফিসিয়েন্সি কোরের ক্লক স্পিড ২.০২ গিগাহার্টজ। স্টোরেজার প্রসঙ্গে বলে দেওয়া দরকার যে ২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি স্টোরেজ অপশনে জেড ফোল্ড ৫ লঞ্চ করতে পারে।
পুরনো কিছু জিনিসের বিশেষ কোনো পরিবর্তন করা হয়নি যেমন এতে ৭.৬ ইঞ্চির ফোল্ডেবল ডিসপ্লে, ৬.২ ইঞ্চির কভার ডিসপ্লে এবং একটি ট্রিপল-ক্যামেরা সেটআপ দেখা যাবে৷ যতদূর জানা যাচ্ছে Galaxy Z Fold 5-এ সম্ভবত একটি ওয়াটারড্রপ নচ থাকবে, যা ডিসপ্লেতে তৈরি হওয়া ক্রিজের দৃশ্যমানতা কমাতে সাহায্য করবে। আর এক্ষেত্রে একটা বড় ব্যাপার হল ওয়াটার প্রটেকশন।
মানে ধরুন আধঘন্টা পর্যন্ত ১ মিটার পর্যন্ত গভীর জল প্রতিরোধের জন্য ডিভাইসটিতে IPX8 রেটিং থাকবে। এতে ১২ জিবি র্যাম থাকছে আর ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সহ ৪,৪০০ এমএএইচ ব্যাটারি।
ক্যামেরার প্রসঙ্গে জানিয়ে রাখি, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ১২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা থাকবে বলে সংস্কার তরফে জানানো হয়েছে। এবার আসা যাক সেলফি ক্যামেরার প্রসঙ্গে।
একদিকে ৪ মেগাপিক্সেলের আন্ডার-স্ক্রিন ক্যামেরা আর সঙ্গে ১০ মেগাপিক্সেলের আউটার স্ক্রিন ফ্রন্ট ক্যামেরা। ডুয়েল স্পিকার, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অবশ্যই থাকছে আর তার সঙ্গে সফটওয়্যার হিসেবে অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক ওয়ান ইউআই ৫.১ রাখা হয়েছে যা সময়মতো আপনি আপডেট করে নিতে পারবেন। তাহলে এখন থেকে নিজের পকেটমানি বাঁচিয়ে ফোন কেনার প্রস্তুতি শুরু করে দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।