২০২০ সালে প্রকাশিত দ্বিতীয় প্রজন্মের মডেলের পর থেকে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ফোনের ডিজাইনে কোন পরিবর্তন করা হয়নি। কাজেই সম্ভবত স্যামসাং এর পরবর্তী গ্যালাক্সি জেড ৫ ডিভাইসের ডিজাইনের খুব বেশি পরিবর্তন আসবে না।
কিন্তু অনলাইন প্লাটফর্ম আইস ইউনিভার্স বলার চেষ্টা করছে যে, পরবর্তী ফোনের ডিজাইনে সামান্য পরিবর্তন আশা করা যায়। বর্তমানে এবং পরবর্তী প্রজন্মের ফোল্ড ফাইভ ফোনের ফ্রেম এর মধ্যে পার্থক্য থাকবে বলে মনে হচ্ছে।
ক্যামেরার কাট-আউটের ডানদিকে ফ্ল্যাশ লাইটের স্থানের পরিবর্তন ঘটেছে। এটা বাদ দিলে আর উল্লেখযোগ্য তেমন পরিবর্তন নেই। samsung galaxy z fold 5 ডিভাইসের বাহ্যিক স্ক্রিনের প্রস্থ অপরিবর্তিত থাকবে।
ফোল্ডেবল ফোনের এস্পেক্ট রেশিও ঘন ঘন পরিবর্তন হবে এমনটা আশা করা যায় না। বর্তমানে ফোল্ডেবল ডিভাইসের ক্ষেত্রে পাতলা নকশা এর বাস্তবায়ন ঘটানো বেশ চ্যালেঞ্জিং। স্যামসাং এর নতুন ডিভাইসটি আরো পাতলা এবং হালকা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তবে ফোনের ফ্রেমের ভেতরের অনেক তথ্য এখনো জানা সম্ভব হয়নি। galaxy z fold 5 স্মার্টফোনের মধ্যে Qualcomm Snapdragon 8 Gen 2 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে। এর ফলে প্রত্যাশার চেয়েও স্মার্টফোনটি দ্রুতগতির হতে যাচ্ছে।
পারফরম্যান্স বৃদ্ধি করার ক্ষেত্রে এবং অপটিমাইজেশন এর দিক থেকে স্যামসাং বেশি ফোকাস করছে। পরবর্তী বছর স্যামসাং এর ফোল্ডেবল ডিভাইসের ডিজাইন নিয়ে সুখবর পেতে পারে প্রযুক্তি বিশ্ব। তবে ফর্ম ফ্যাক্টর এ বড়সড় পরিবর্তন দেখতে হলে samsung galaxy z fold 6 আসার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সে পরিবর্তনটির রূপ কেমন হবে তা বোঝার জন্য ২০২৪ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।